অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বাংলাদেশের চাঁদপুরে ছবির শ্যুটিং করছেন। ছবির নাম ‘প্রিয়া রে’। নাম শুনলেই আন্দাজ হয় রোমান্টিক জনারের ছবি এটি। তবে এই ছবিতে তাঁর বিপরীতে বনি নয় রয়েছে নতুন এক নায়ক। বাংলাদেশের নায়ক সান্ত খান। এই ছবি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক পুজন মজুমদার। কদিন আগেই এই ছবির জন্য বাংলাদেশ পাড়ি দিয়েছিলেন। সেই খবর আমরা আগেই দিয়েছিলাম। বাংলাদেশে ছবি শ্যুটিংয়ের কাজ শেষ করে পুজোর আগেই কলকাতায় ফেরার কথা। বাংলাদেশের চাঁদপুরে কয়েকদিন শ্যুটিং শেষকরে আবার বাংলাদেশের অন্য জায়গায় শ্যুট হওয়ার কথা। চাঁদপুরে ইলিশ মাছ নিয়ে ফেরার কথা ভাবছেন কৌশানী । এবার পুজোতে আত্মীয় বন্ধুদের পদ্মার ইলিশ উপহার দেওয়ার কথা ভাবছেন।
কলকাতায় বনির সঙ্গে কৌশানীর বেশকিছু ছবির শ্যুটিং প্রায় শেষ। এপার বাংলায় বনির সঙ্গে কৌশানীকে বেশি কাজ করতে দেখেছেন দর্শক, তবে এবার বাংলাদেশের নায়ক সান্ত খানের সঙ্গে জুটিতে প্রেমের ছবি দেখবে দর্শক । বাংলাদেশের দর্শকদের কাছেও কৌশানী ও বনি বেশ পরিচিত। কৌশানীর পর বনিও বাংলাদেশে যাচ্ছেন অন্য একটি ছবির শ্যুটিংয়ে।
তবে এই মুহূর্তে কৌশানীর ‘প্রিয়া রে’ ছবির শ্যুটিংয়ের কাজ করছেন অভিনেতা সান্ত খানের সঙ্গে।