ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের বায়োপিক ‘ময়দান’। ছবিতে কোচের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে। সদ্যই জানা গেল, ২০২২-এর ৩ জুন মুক্তি পাবে ‘ময়দান’। বড়পর্দাতেই মুক্তি পাবে ছবি। ‘ময়দান’-এর পরিচালক অমিত রবীন্দরনাথ শর্মা।এর আগেও বারবারই ছবির রিলিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে এসেছে টিম ময়দান! শ্যুটিং -এ দেরি, করোনা সংক্রমণ, প্রেক্ষাগৃহ বন্ধ সহ একাধিক ইস্যুতেই পিছিয়েছে ‘ময়দান’-এর মুক্তি।অজয় ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রিয়ামণি, গজরাজ রাও সহ আরও অনেককে।
আরও পড়ুন : ‘যমরাজ’ অজয়
বলিউড ছবি ‘ময়দান’-এর সঙ্গে সঙ্গে টলিউডের সরাসরি যোগাযোগ রয়েছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিপাড়ার রুদ্রনীল ঘোষ। কলকাতার বেশ কিছু অংশে ‘ময়দান’-এর শ্যুটিং সেরেছিলেন পরিচালক। শুধু কলকাতা নয়, চন্দননগরেও হয়েছিল ‘ময়দান’-এর একটা বড় অংশের শ্যুটিং।
১৯৫২ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভারতীয় ফুটবলের সোনালি অধ্যায়ের গল্প উঠে আসবে ছবিতে । আগেও বারবার ‘ময়দান’-এর সঙ্গে তাঁর ইমোশনাল যোগাযোগের কথা বলেছেন অজয়। এবার ছবির রিলিজ ডেট জানিয়েও ইমোশনাল পোস্ট করেছেন অভিনেতা । তাঁর মতে, ‘ময়দান’ এমন একটা গল্প যাতে প্রতিটা ভারতবাসী নিজেদের খুঁজে পাবে। ছবির সঙ্গে তাঁর যোগাযোগও যে রীতিমতো গভীর তাও স্বীকার করে নিয়েছেন অজয়।
আরও পড়ুন : ডিসেম্বরে অজয়ের ‘দৃশ্যম ২’