কলকাতা : নিয়ম মেনে বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে ভবানীপুর কেন্দ্রে। ওই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন দেখা যায়নি বুথে। উপনির্বাচন নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা কম থাকে। সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার ছিল মাত্র ৭.৫৭ শতাংশ। দু’ঘন্টার মধ্যে কিন্তু ভোটারদের সংখ্যা বাড়তে শুরু করেছে। সকাল ১১ টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছ ২১.৭৩ শতাংশ।
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম টুইট করে ভবানীপুরের ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন উন্নয়ন এবং সাম্যের পক্ষে ভোট দেওয়ার জন্য। এদিন সকালে ভোট শুরু হওয়ার ঘণ্টা চারেক পরে তিনি টুইট করেন, “ভবানীপুরবাসীর কাছে আবেদন করছি আপনারা বেড়িয়ে আসুন এবং উন্নয়ন ও সাম্যের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করুন।”
প্রায় একই সময় মমতা বন্দ্য্যোপাধ্যায়ের দু’টি গ্রাফিক ছবি পোস্ট করেন মদন মিত্র। যার একটিতে তর্জনি উচিয়ে রাখতে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমোকে। ছবির উপরে লেখা, “একজন স্ট্রিট ফাইটার, যিনি কখনও পরাজিত হননি।” ওপর একটি ছবিতে লেখা হয়েছে, “#ভোট ফর দিদি।” এই দুই ছবি পস্ট করে ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে মদন মিত্র লিখেছেন, “ভোট ফর দিদি” এবং “মমতা ব্যানার্জি ফর ভবানীপুর”। ফিরহাদ হাকিম এবং মদন মিত্র দুই জনেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার।
#VoteForDidi #MamataBanerjeeForBhabanipur pic.twitter.com/mOVGyiNKl2
— Madan Mitra| মদন মিত্র (@madanmitraoff) September 30, 2021
এছাড়াও উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ভোটের দিনেই টুইট করতে দেখা গিয়েছে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়, অভিজিৎ মুখোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী সুস্মিতা দেবকে। মদন মিত্রের মতো একই হ্যাশট্যাগ দিয়ে সুব্রতবাবু লিখেছেন, “আজকের দিন খুবই গুরুত্বপূর্ণ। ভোটারদের বোঝাতে হবে যাতে তাঁরা দিদিকে ভোট দেন এবং দিদি যাতে বিপুল ব্যবধানে জয়লাভ করতে পারেন।”
https://twitter.com/MLA_Subrata/status/1443442042625880069
দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিতবাবু টুইটারে লিখেছেন, “ভবানীপুরবাসী, আপনার ভোট খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে বুথে গিয়ে দিদিকে ভোট দিন।” সুস্মিতা দেব লিখেছেন, “পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন।” তৃণমুলের এই দুই নেতানেত্রী আগে কংগ্রেসের সঙ্গে ছিলেন। পশ্চিমবঙ্গ থেকেই কংগ্রেসের বিধায়ক ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। সুস্মিতা দেব কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী ছিলেন।
Every vote cast for @MamataOfficial today will be a vote for the greater development of West Bengal. 🙏🏻 pic.twitter.com/4EbRRJGxR9
— Sushmita Dev সুস্মিতা দেব (@SushmitaDevAITC) September 30, 2021
জয়ের বিষয়ে একপ্রকার নিশ্চিত থাকলেও তৃণমূলের লক্ষ্য জয়ের ব্যবধান বাড়ানো। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় টুইট করেছেন, “বিজেপির শেষ আশাটুকুও আর রইল না। আজকের ফলাফল ৩-০ হবে।” একই কায়দায় টুইট করেছেন তৃণমুলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “বেশি কথার কিছু নেই। আজ আবার ৩-০।”
বেশি কথার কিছু নেই।
আজ আবার 3-0।— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 30, 2021
একই আবেদন জানিয়ে সকালের দিকে টুইট করেছিলেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লেখেন, “ভবানীপুর ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করলে বাংলা পশ্চাদপদ রাজনীতি থেকে মুক্তি পাবে। সুতরাং, যদি ভবানীপুরের ভোটার হলে আপনি বেড়িয়ে আসুন এবং আপনার ভোট প্রদান করুন। বাংলার ভাগ্যের গতিপথ পরিবর্তন করুন।”
Bhabanipur stands at the cusp of history, where if it defeats Mamata Banerjee, it will rid Bengal of regressive politics.
So, if you are a voter from the constituency, get out and make your vote count, change the course of Bengal’s destiny. You owe it to your future generations.
— Amit Malviya (@amitmalviya) September 30, 2021