পুজোয় নতুন জামা, বই এর সঙ্গে সবার চাই নতুন পুজোর গান। এই পুজোর গানেই পুজোর কদিন মেতে থাকে বাঙালি । এবার এই নতুন প্রজন্মের নারীর কথা মাথায় রেখেই সংগীত শিল্পী উজ্জয়িনী নিয়ে এলো নতুন পুজোর গান। ‘মডার্ন নারী’। বাংলা রঅ্যাপ এর সঙ্গে পুজোর সুর মিলে নতুন ফিউশন করা হয়েছে। এই গানের ভিডিও অ্যালবামের শ্যুট হয়ে গেল সম্প্রতি। অভিনেত্রী সন্দীপ্তা সেনকে এই গানের তালে তালে নৃত্য করতে দেখা গেল। এই ভিডিও তে মডার্ন লুকের সঙ্গে সাবেক বাঙালির সাজে দেখা গেল তাঁকে। এমনিতে স্যোশাল মিডিয়ায় সন্দীপ্তাকে নানা গানের সঙ্গে নাচ করতে দেখেছে দর্শক, তবে এবার সম্পুর্ন একটি গানের ভিডিওতে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন : ফুটবলের ‘যুদ্ধং দেহি’ গানে মাতলেন দেব
প্রসঙ্গত এখন টিভির পর্দায় দর্শক প্রতিদিন দর্শক সন্দীপ্তাকে দেখতে পাচ্ছে মা সারদা রূপে। এই ভিডিও তে অবশ্য মর্ডান বঙ্গ গার্ল হিসেবেই ধরা দিয়েছেন তিনি।মহালয়ার দিন স্যোশাল মাধ্যমে মুক্তি পাবে এই বাংলা গানটি।