ইদানিং আমির খানের খুব বেশি ছবি রিলিজ করে না। তবে ছবি মুক্তির জন্য বরাবরই বড়দিনের সময়টাকেই বাছেন আমির। আপকামিং ‘লাল সিং চাড্ডা’-র মুক্তির জন্যও ২০২১-এর ক্রিসমাসকেই বেছে ছিলেন মিস্টার পারফেকশনিস্ট। তবে ছবির রিলিজ ডেট সামনে আসতে দেখা গেল, বড়দিনে নয় ২০২২-এর ভ্যালেন্টাইনস্ ডে-তে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’। ছবি মুক্তির দিন সামনে আসতে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল, রীতি মেনে কেন বড়দিনে মুক্তি পাচ্ছে না ‘লাল সিং চাড্ডা’?
আরও পড়ুন : নাগার পাশে আমির খান
মহারাষ্ট্রে সিনেমা হল খোলার সরকারি নির্দেশের পরই একাধিক ছবির মুক্তির দিন ঘোষণা হয়েছে। তালিকায় রয়েছে বড় বড় প্রোডাকশন হাউজের বেশ কিছু বিগ টিকিট সিনেমা। এবারের বড়দিনে মুক্তি পাচ্ছে রণবীর সিং -এর ‘৮৩’ , ‘সার্কাস’, শাহিদ কাপুরের ‘জার্সি’। তিনটে বিগ বাজেট ছবির মুক্তির দিন ঘোষণা হয়ে যাওয়াতেই নিজের ট্র্যাডিশন ভেঙে বড়দিনের পরিবর্তে ভ্যালন্টাইনস্ ডে-তে ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন আমির।
দীর্ঘ দিন প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় রোহিত শেট্টি বা কবির খানের মতো পরিচালকরা প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বড়পর্দায় ছবি মুক্তির জন্য অপেক্ষা করেছেন। হল খোলার পর তাঁদের ছবিই যাতে আগে বড়পর্দায় মুক্তি পায় এবং ব্যবসা করতে পারে সেই দিকেই খেয়াল রাখছেন বলিউডের অন্যান্য পরিচালক- প্রযোজকরা। মহামারীর কালে অযথা প্রতিযোগিতা নয়, বরং স্লো বাট স্টেডি নিয়মেই ভরসা করছে বলিউড। সেই পথে হেঁটেই ‘লাল সিং চাড্ডা’র মুক্তির দিন পিছিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট।
আরও পড়ুন : ‘লাল সিং চাড্ডা’-র শ্যুটিংয়ে আমির-করিনা