কলকাতা: সারা রাত জুড়ে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দোসর ছিল ঝড়ো হাওয়া। সেই দুর্যোগের কারণে ভেঙে প্রল কলকাতার পুরনো দ্বোতলা বাড়ি। ভেঙে যাওয়া বাড়িতে আটকে পড়েছেন একাধিক মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার আহিরিটোলা এলাকায়। জোড়াবাগান থানা এলাকার ১০ নম্বর আহিরিটোলা স্ট্রিটে অবস্থিত বাড়িটি বুধবার সকালের দিকে ভেঙে পরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সকাল ৬টা বেজে ৪৫ মিনিট নাগাদ ভেঙে পরে ওই পুরনো বাড়ি। বাড়িটির ৮০ শতাংশ ভেঙে পড়েছে।
উত্তর কলকাতার পুরনো বাড়িগুলির মধ্যে অধিকাংশের অবস্থা বেশ খারাপ। উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব দেখা যায়। অনেক বাড়ি ভেঙে বহুতল হয়েছে। অনেক বাড়ি রয়ে গিয়েছে পুরনো কায়দায়। তেমনই একটি হচ্ছে আহিরিটোলার এই বাড়িটি। ঘিঞ্জি এলাকায় অবস্থিত বাড়িটি ভেঙে পরায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের।
চলছে উদ্ধারকাজ
পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুলিশ এবং দমকলের পাশাপাশি নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেই সঙ্গে কলকাতার বিদ্যুৎ সরবারহকারী সংস্থা সিইএসসি-র একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলে রয়েছেন জোড়াবাগান থানার ওসি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই ভাঙা বাড়ির নিচের তলায় তিন জন আটকে ছিলেন। যাদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পরে উদ্ধার করা হয়। কিন্তু উদ্বেগজনক বিষয় হচ্ছে ভাঙা বাড়ির উপরের তলায় সন্তান নিয়ে এক মহিলা আটকে রয়েছেন। যাদের উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। মুলত ওই মহিলা এবং তাঁর সন্তানকে উদ্ধারের জন্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তলব করা হয়েছে।