হাওড়ায় রাতে রোগী আনতে যাওয়ার সময়ে হামলা অ্যাম্বুলেন্সে। করা হল ছিনতাইয়ের চেষ্টা। অভিযোগ, মারধর করা হয় সরকারি ১০২ অ্যাম্বুলেন্সের চালক ও তাঁর সঙ্গীকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়া স্টেশনের কাছে।
আরও পড়ুনঃ বঙ্গে সেঞ্চুরি ছুঁইছুঁই পেট্রোল, মুখে কুলুপ মোদি-শাহ’র
১৯ তারিখ মধ্যরাতে হাওড়ার বাঁটরা থানা এলাকায় রোগী আনতে যাচ্ছিলেন ওই অ্যাম্বুলেন্সের চালক। হঠাৎই অ্যাম্বুলেন্সের চাকা পাঞ্চার হয়ে যায়। তখনই কিছু দুষ্কৃতী এসে হামলা করে বলে অভিযোগ। বাইকে করে মুখে ঢাকা দিয়ে এসেছিল তারা। চাকা বদলানোর সময় চালক ও তাঁর সঙ্গীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে ওই দুই যুবক। টাকা না পেয়ে মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি চালকের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়। অন্য আরেকজনের ফোন নিয়ে চম্পট দেওয়ার হয় বলে থানায় জানিয়েছেন অ্যাম্বুলেন্সের চালক।
আরও পড়ুনঃ রবিবার রাজ্যে ভারী বর্ষণ
হাওড়ার বাঁটরা থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত অ্যাম্বুলেন্স চালক। দুষ্কৃতীদের মুখ ঢাকা থাকায় তাদের কাউকে চিনতে পারেননি বলে জানিয়েছেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই দোষীদের খুঁজে বার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাঁটরা থানার পুলিশ।