কলকাতা: পুকুরের ধারেই মাঠ। সেই মাঠে ফুটবল খেলতে খেলতে পুকুরের জলে পড়ে মৃত্যু হল দুই খুদে বন্ধুর। সোমবার বিকেলে আলিপুরের ডিএলখান রোডের বিদ্যাসাগর কলোনির ঘটনা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
স্থানীয় সূত্রে খবর, দুই বন্ধুর মধ্যে একজনের নাম রাজ মোদক। অন্যজনের নাম রাজেশ চৌধুরী। দুজনেরই বাড়ি আশুতোষ মুখার্জী রোডে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনই দুই বন্ধু বিকেলে আলিপুরের বিদ্যাসাগর কলোনির ওই মাঠে ফুটবল খেলতে যেত। সোমবার বিকেলেও তারা ফুটবল পায়ে মাঠে নেমে পড়ে। খেলতে খেলতে এক বন্ধু পুকুরের পাড়ে চলে আসে। সেই সময় সে পা হড়কে পুকুরের জলে তলিয়ে যায়৷ তাকে বাঁচাতে অন্য বন্ধু পুকুরের জলে ঝাঁপ দেয়। দুজনের কেউ সাঁতার জানতো না। এর ফলে দুজনেই কুকুরের গভীর জলে তলিয়ে যেতে থাকে। জল থেকে হাত তুলে তারা ‘বাঁচাও বাঁচাও’বলে চিৎকার করতে থাকে।
আরও পড়ুন-রাস্তায় ছড়িয়ে আবর্জনা, জল সরতেই ম্যানহোল সাফাই হল বিধাননগরে
তাদের চিৎকার শুনে পুকুরের সামনে চলে আসেন স্থানীয় এক মহিলা। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি আলিপুর থানায় জানান। থানা থেকে পুলিশ আসে। খবর দেওয়া হয় দমকল এবং বিপর্যয় মোকাবিলা দলকে। শুরু হয় উদ্ধারের কাজ। গভীর জল থেকে দুই বন্ধুকে উদ্ধার করা গেলেও তাদের প্রাণ বাঁচানো যায়নি। উদ্ধারের পর তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।