অভিনয় গুণ ও শরীরী সৌন্দর্যের জন্য তেলেগু চলচ্চিত্রের এই নায়িকা আজ বলিউডেও জনপ্রিয়তা পেয়েছেন। মডেলিং দিয়েই তিনি বিনোদন দুনিয়ায় প্রবেশ করেছিলেন। এরপর তেলেগু ছবি ছাড়াও তামিল ও বলিউডের বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন।
আরও পড়ুন: ‘থ্যাংক গড’ শুরু হচ্ছে
কিছুদিন আগে ২০১৭-র মাদক মামলায় এনফর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) এর হায়দ্রাবাদের জোনাল অফিসে হাজিরা দিতে হয়েছিল এই লাস্যময়ী সুন্দরী অভিনেত্রীকে।২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লক্ষ টাকার মাদক আটক করেছিল পুলিশ। এই মামলায় হায়দ্রাবাদের আবগারি বিভাগ এর তরফ এ একটি মামলা রুজু করা হয়েছিল। আর্থিক তাঁত শিল্পের একটি মামলার তদন্ত শুরু করে ইডি। একাধিক দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তবে এডিটর কে জানানো হয়েছে আপাতত কোন প্রমাণ না থাকায় শুধুমাত্র সাক্ষী হিসেবেই দক্ষিণী নায়িকা রাকুল প্রীত সিং কে ডেকে পাঠানো হয়েছে। রাকুলকে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে যে তিনি নাকি লুক পরিবর্তনের জন্য ঠোঁটে সার্জারি করিয়েছেন। সম্প্রতি লন্ডনে একটি শুটিংয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাকুল। যেখানে তাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। যে ছবির সঙ্গে তার আগের ছবির পার্থক্য বেশ কিছু নেটিজেনের চোখে পড়েছে। থেকেই রাকুলের ঠোঁট সার্জারি গুঞ্জন চাউর হয়েছে। বিনোদন দুনিয়ার একটি হোটেল এ খবর দিয়ে জানিয়েছে রাকুল তার রূপ পরিবর্তন করার জন্য ঠোঁটে কসমেটিক সার্জারি করিয়েছেন। যদিও এটা নতুন কিছু নয়। দক্ষিণের ইন্ডাস্ট্রির কিংবা বলিউডের অনেক তারকাই এরকম করেছেন। প্লাস্টিক সার্জারি কথাটা হলিউডের সঙ্গেও জড়িত। বেশিরভাগ নায়িকাই তাদের ঠোঁট,নাক সার্জারি করান। অভিজ্ঞতা বলছে সার্জারি করিয়ে সুন্দরী হবার বদলে অনেকের ক্ষেত্রে উল্টো হয়েছে।
এ ক্ষেত্রে অনেকেই আয়েশা টাকিয়ার উদাহরণ দিয়ে থাকেন। এক সময় এই অভিনেত্রীর রূপে মুগ্ধ হয়েছিলেন গোটা বলিউড। শাহিদ, সলমনের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন। তারপর নিজের ঠোটের সার্জারি করে তিনি মহাবিপদ ঘটিয়েছেন। তাকে চেনাই দায় হয়ে উঠেছিল। হারিয়ে গিয়েছিল তার মিষ্টতা। যা নিয়ে সমালোচনাও কম হয়নি। তারপর তিনি বলিউড থেকে প্রায় হারিয়ে গেলেন। তাছাড়াও বলিউডের শ্রীদেবী, করিশমা কাপুর,করিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, বাণী কাপুর শিল্পা শেটি,প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াত, মালাইকা আরোরা ঠোঁটে এবং মুখের অন্যান্য জায়গায় প্লাস্টিক সার্জারি করিয়েছেন।সত্যিই যদি ৩০ বছরের রাকুল তার ঠোঁটে সার্জারি করিয়ে থাকেন, তবে নেটিজেনদের প্রার্থনা রাকুলের ক্ষেত্রে যেন তা না হয়।
রাকুল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সর্দার কা গ্র্যান্ডসন’। গত মে মাসে ছবিটি মুক্তি পেয়েছে। এছাড়াও জন আব্রাহামের বিপরীতে ‘অ্যাটাক’ ছবিতে রাকুলকে দেখা যাবে।তাঁর কয়েকটি তামিল ছবিও মুক্তি পাবে। এছাড়া অজয় দেবগনের ‘মে ডে’ এবং ইন্দ্র কুমারের ‘থ্যাংক গড’ ছবিতেও রাকুলকে দেখা যাবে।