দাঁতন : ৩ কৃষি আইন বাতিলের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চা সোমবার ভারত বনধের ডাক দেয়। তাদের ডাকা সেই বন্ধের সমর্থনে এগিয়ে এল সিপিএমের সমর্থকরা। বনধকে সফল করতে দাঁতনে সোমবার সকাল থেকেই দেখা গেল সিপিএমের সমর্থকদের রেল অবরোধ করতে।
আরও পড়ুন : কৃষি বিলের প্রতিবাদে ২৫ সেপ্টেম্বর ভারত বনধের ডাক কৃষক সভার
সোমবার সকালে দাঁতন স্টেশনে লোকালট্রেন অবরোধ করে বনধ সমর্থনকারী সিপিএমের কর্মীরা। ট্রেনের সামনে পতাকা ফেস্টুন নিয়ে স্লোগান দেন তাঁরা। প্রায় এক ঘন্টা অবরোধের পর রেল পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। বনধ সমর্থকদের দাবি, অবিলম্বে এই তিন কৃষি আইন বাতিল করতে হবে। আর সেই দাবিতে তাদের এই সাধারণ ধর্মঘটের ডাক। একই দিনে দাঁতন থানার বামনপুকুরে জাতীয় সড়ক অবরোধ করে বনধ সমর্থনকারীরা। ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানার পুলিশ। এখনও চলছে অবরোধ। শুধু দাঁতনে নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও ধর্মঘটকে সফল জাতীয় সড়ক অবরোধ করেছেন বামপন্থী ছাত্র যুব ও শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। শ্লোগান দিয়ে কেন্দ্রের কৃষি আইন বাতিল, অত্যধিক দ্রব্য মূল্যের প্রতিবাদ সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথে নেমেছেন আন্দোলনকারীরা।