পানাজি: দেশের সকল বিজেপি শাসিত রাজ্য থেকে পদ্ম সমূলে উৎখাত করার ডাক দিয়েছেন দলনেত্রী মমতা, একই সুর শোনা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। সেই পথে বড় সাফল্য পেতে চলেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, তৃণমূলের যোগ দিতে চলেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও।
চলতি সপ্তাহের সোমবারেই অনুষ্ঠিত হবে এই দলবদল। কংগ্রেস ছেড়ে তৃণমূলের সঙ্গে হাত মেলাবেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও। যিনি এই মুহূর্তে ওই রাজ্যের নাভেলিম কেন্দ্রের বিধায়ক। ২০১৭ সালে কংগ্রেসের টিকিটে জিতেই বিধায়ক হয়েছিলেন তিনি। ফের ভোটের মুখে দলদবদল করে তৃণমূল কংগ্রেসে নাম লেখাতে চলেছেন তিনি। ঘাস ফুল শিবিরের দাবি, দীর্ঘ দিন ধরেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এই কংগ্রেস বিধায়ক।
লুইজিনহো ফালেরিও অভিজ্ঞ রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন কংগ্রেসের সঙ্গে। গোয়ার নাভেলিম কেন্দ্র থেকে সাত বার জিতে বিধায়ক হয়েছেন তিনি। দুই দফায় মুখ্যমন্ত্রী হয়েছেন গোয়ার। পাশাপাশি ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক দায়িত্বে ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই উত্তর-পূর্বের একাধিক রাজ্যের ক্ষমতা দখল করে কংগ্রেস। ২০১৩ সালে কর্ণাটকে কংগ্রেসের সরকার গঠনের পিছনেও লুইজিনহো ফালেরিও-র বড় হাত ছিল।
আরও পড়ুন- নিরাপত্তা ছাড়াই আচমকা নির্মীয়মাণ সংসদ ভবন পরিদর্শনে মোদি
এই ধরনের অভিজ্ঞ রাজনীতিবিদ দলে যোগ দেওয়ায় সংগঠন মজবুত হবে বলেই মনে করছে তৃণমূল। উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরার পাশাপাশি পশ্চিমের সমুদ্র উপকূলবর্তী রাজ্য গোয়া দখলের দিকে নজর দিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূলের একটি দল পৌঁছে গিয়েছে এনডিএ শাসিত ওই রাজ্যে। সেই সঙ্গে গোপনে তৃণমূলের ভিত মজবুত করার কাজ শুরু করে দিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। সংগঠনের ভিত মজবুত করতে ওই রাজ্যে রয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- ‘খেলা হবে’ স্লোগান নিয়ে প্রশ্ন এল বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষায়
আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বিধানসভা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গোয়ায়। ৪০ আসনের গোয়া বিধানসভা এখন রয়েছে বিজেপির দখলে। যদিও গত নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ছিল ১৩টি। আর ১৭ আসনে জয় পেয়েছিল কংগ্রেস। অন্যান্য দলের সমর্থন নিয়ে সরকার গড়ে বিজেপি। এর পিছনে বিধায়ক কেনাবেচার খেলা হয়েছিল বলে অভিযোগ করেছে কংগ্রেস।