জলপাইগুড়ি : পরকীয়ার অভিযোগে মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। এমনকী, নির্যাতিতার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এরপর নির্যাতিতা ওই মহিলাকে গোটা গ্রামে ঘোরানো হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রামে।
ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করল রাজগঞ্জ থানায় পুলিশ। ধৃতদের রবিবার জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে তোলা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।
পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের পেস্কার পাড়া্র ওই মহিলার বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ উঠছে। শনিবার রাতেই নির্যাতিতাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ সঙ্গে নিয়ে আসা হয়েছে তাঁর সঙ্গে থাকা শিশুটিকে।
আরও পড়ুন – শেকল বন্দি মানসিক ভারসাম্যহীন ছেলের জন্য সরকারি সাহায্যের আর্জি
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিবাহিত হওয়ার সত্ত্বেও বিবাহ-বহির্ভূত সম্পর্ক রেখেছেন। সেই কারণে তাঁকে মাথার চুল কেটে, মারধর করা হয়। তারপর ওই অবস্থায় তাঁকে গ্রামে ঘোরানো হয়। রবিবার ওই মহিলাকেও এদিন আদালতে তোলা হয়। গত কয়েক মাসের মধ্যেই পরকীয়া সন্দেহে গ্রামবাসীদের রোষের শিকার হয়েছেন উত্তরবঙ্গের বেশ কয়েকজন মহিলা। যা নিয়ে কার্যত উদ্বিগ্নে প্রশাসন।