মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে শনিবার একটি সোনার পদক জয়ের সুযোগ হাতছাড়া করলেন ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়াংকটনে বিশ্ব তীরন্দাজী প্রতিযোগিতায় জ্যোতি পেলেন একটি রূপোর পদক।
আরও পড়ুন: World Archery Championships: দুই বিভাগে রূপোর পদক জুটলো ভারতের
এবারের এই প্রতিযোগিতায় তৃতীয়বার সারা লোপেজের মুখোমুখি হলেন। বিশ্বের তিন নম্বর কলম্বিয়ার সারা এই ইভেন্টেও জিতলেন। ১৪৪-১৪৬ অর্থাৎ ২ পয়েন্টের ব্যবধানে হেরে গেলেন জ্যোতি।
এবার তৃতীয়বার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন
জ্যোতি। সেমি ফাইনালে তিনি হারান মেক্সিকোর আন্দ্রেয়া বেসারাকে, ১৪৮-১৪৬ পয়েন্টে। তার আগে কোয়ার্টার ফাইনালে জ্যোতি হারান বিশ্বের ১৯ নম্বর ক্রোয়েশিয়ার আমান্ডা মিনারিককে। সেই ম্যাচটি জিতে ছিলেন ৬ পয়েন্টের ব্যবধানে (১৫০-১৪৪)।
#ArcheryWorldchampionship – #Yankton SD, USA
3rd Silver for INDIA@VJSurekha won "SILVER MEDAL" as she lost to Sara Lopez
in final by 144-146.#IndianArchery #WorldArchery #JyothiSurekha #TeamIndia #WorldChampionship #archery @ntpclimited @Media_SAI @worldarchery pic.twitter.com/UGkwuHTOIZ
— ARCHERY ASSOCIATION OF INDIA (@india_archery) September 25, 2021
এরআগে, টিম ইভেন্টে দুটি পদক জয়ী দলে ছিলেন জ্যোতি। মেয়েদের আর মিক্সড কম্পাউন্ড বিভাগে দুটি পদক জিতেছেন।
মেয়েদের ইভেন্টে তিনি আর দলের অন্য দুই প্রতিযোগী-মুসকান কিরার এবং প্রিয়া গুর্জার হার মানেন কলম্বিয়ার প্রতিপক্ষ লোপেজ-আলেজান্দ্রা উস্কিয়ানো-নোরা ভালদেজদের কাছে(২২৪-২২৯)।
এরপর জ্যোতি সতীর্থ অভিষেক ভার্মাকে নিয়ে নেমেছিলেন মিক্সড ইভেন্টের ফাইনালে। সেখানেও কলম্বিয়া জুটি লোপেজ-ড্যানিয়েল মুনোজ তাঁদের হারিয়ে দেন ১৫৪-১৫০ পয়েন্টে।
এবারের দুটি নিয়ে জ্যোতির বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছয়টি পদক পাওয়া হয়ে গেল। এর আগে, ২৫ বছরের জ্যোতি টিম ইভেন্টে রূপো এবং ব্যাক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ২০১৭ সালে। আর ২০১৯ সালে টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতে ছিলেন।
ছবি:সৌ-টুইটার