ওয়াশিংটন: যাত্রা শুরু হয়েছিল চিনা আগ্রাসন রুখে দেওয়ার লক্ষ্য নিয়ে। সেই পথে কোয়াড কতটা এগিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে কোয়াড সফলতার দিকেই এগিয়ে চলেছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার কোয়াড অন্তর্ভুক্ত দেশগুলির বৈঠকের পরে জানিয়েছেন তিনি।
কোয়াড বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা উপস্থিত ছিলেন। এই চার দেশ নিয়েই ১৪ বছর আগে গঠিত হয়েছিল কোয়াড। করোনা আবহে তা ফের সক্রিয় হয়েছে।
বৈঠকে বক্তব্যের শুরুতেই আমেরিকায় আগত কোয়াডের সকল রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, “কোয়াড-র সকল রাষ্ট্রের গণতান্ত্রিক অংশিদারিত্ব রয়েছে এই গোষ্ঠীতে। রাষ্ট্রগুলি বিশ্বের সার্বিক উন্নতির জন্য নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে সময়ের সঙ্গে আসা সকল চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত।”
আরও পড়ুন- সমগ্র বিশ্বের কল্যাণের জন্য কাজ করবে QUAD: মোদি
চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার কোয়াডের বৈঠক হচ্ছে। এর আগে গত মার্চ মাসে এই গোষ্ঠীর ভার্চুয়াল বৈঠক হয়েছিল। সেই স্মৃতি ফিরিয়ে বাইডেন বলেছেন, “ছয় মাস আগে আমরা যখন মিলিত হয়েছিলাম তখনই ইন্দো-প্যাসিফিক এলাকার উন্নতি নিয়ে সুদৃঢ় আলোচনা হয়েছিল। আজ অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে কোয়াড খুব ভালো কাজ করছে এবং সফলতার দিকে এগিয়ে চলেছে।”
আরও পড়ুন- পুজোর স্বেচ্ছাসেবকদের ভ্যাকসিনের ডবল ডোজ বাধ্যতামূলক
কোয়াডের শুক্রবারের বৈঠকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি। সরকারি ঘোষণা অনুসারে, কোয়াডের বৈঠকে বিশ্বের জলবায়ু পরিবর্তন, ৫জি প্রযুক্তি, পরিকাঠামো উন্নয়ন, সরবারহ ব্যবস্থা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার পড়ুয়াদের জন্য আমেরিকায় বিশেষ ব্যবস্থা করার কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন।
কোয়াডের নেতারা
কোয়াড্রল্যাটারাল সিকিওরিটি ডায়ালগ বা QUAD। ২০০৭ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিঞ্জো আবের নেতৃত্বে পথ চলা শুরু চারটি দেশের। চিনা আগ্রাসন রুখে দেওয়ার লক্ষ্যে বৈঠকে বসে ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও আমেরিকা। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান সমস্যা নিয়েও নানা আলোচনা শুরু হয়। তবে সময়ের সঙ্গে একাধিক প্রতিবন্ধকতা আসে এই কোয়াডে। করোনা পরবর্তী পরিস্থিতে ফের সক্রিয় হচ্ছে কোয়াড।