‘পথের পাঁচালি’র ৬৬ বছর উপলক্ষে সত্যজিতের জন্মবার্ষিকীতে প্স্পেশাল কভার প্রকাশ করল ভারতীয় ডাক ও তার বিভাগ। সহযোগিতা করেছে ‘থিজম গ্রূপ’। গতকাল অর্থাৎ ২৩ সেপ্টেম্বর এই উপলক্ষে কলকাতায় জিপিওর রোটান্ডায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যজিৎ-পুত্র বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়, সত্যজিৎ গবেষক দেবাশিস মুখোপাধ্যায়, এই স্পেশাল কভারের ডিজাইনার একতা ভট্টাচার্য এবং ডাক ও তার বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে সন্দীপ রায় বলেন, ‘এটা আমাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দের।
আরও পড়ুন:‘সত্যজিৎ রায় পুরস্কার’ ঘোষণা কেন্দ্রের নতুন নির্বাচনী রণকৌশল
আমি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ। এই স্পেশাল কভার প্রকাশিত হওয়ায় বাবার জন্মশতবার্ষিকী অন্য মাত্রা পেল। সেই সঙ্গে ‘পথের পাঁচালি’র ৬৬ বছর পূর্ণ হওয়া একটা গর্বের মুহূর্ত। এই স্পেশাল কভার এর মধ্যে দিয়ে তা স্মরণীয় হয়ে থাকবে। এটি যথেষ্ট সম্মানের মুহূর্ত। দেবাশিসবাবু বলেন, এই বিশেষ দিনে ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘পথের পাঁচালির’ জন্য সত্যজিৎ রায়কে সম্মানিত করা হয়েছিল। কাজেই আজকের দিনটি একটি বিশেষ দিন।অনুষ্ঠানের সঞ্চালক সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ‘আমি চিনি গো চিনি’ রবীন্দ্রসংগীতটি পরিবেশন করেন। এ বিশেষ গানটি সত্যজিৎ রায় ‘চারুলতা’ ছবিতে ব্যবহার করেছিলেন।যেটি গেয়েছিলেন কিশোর কুমার।