সলমন খানের নেক্সট রিলিজ ‘অন্তিম দ্য ফাইনাল ট্রুথ’ নিয়ে প্রকাশ্যে এল নতুন আপডেট।কয়েকদিন আগেই জানা গিয়েছিল দশেরায় ছবি মুক্তির দিনক্ষণ ঠিক করে ফেলেছেন সলমন খান ও পরিচালক মহেশ মঞ্জরেকর।বড়পর্দার পাশাপাশি একই সঙ্গে জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে ছবি, শোনা গিয়েছে এমন জল্পনাও।কিন্তু সব জল্পনা উড়িয়ে দিলেন পরিচালক মহেশ মঞ্জরেকর।তিনি জানিয়েছেন, বড়পর্দার জন্যই এই ক্রাইম ড্রামা ফিল্ম তৈরি করেছেন তিনি।প্রথমে বড়পর্দাতেই মুক্তি পাবে ‘অন্তিম’।অবশ্য পরবর্তীকালে নিশ্চয় ওটিটিতেও ছবির স্ট্রিমিং শুরু হবে।
আরও পড়ুন – দশেরায় ‘অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ’
মহেশ আরও জানিয়েছেন, উৎসবের মরসুমেই অন্তিম-এর মুক্তি নিয়ে পরিকল্পনা করছেন তিনি এবং সলমন।তবে দশেরায় ছবি মুক্তির কোন সম্ভাবনায় নেই।সম্ভবত অক্টোবরের শুরুতেই মুম্বই তথা সমগ্র মহারাষ্ট্রে খুলে যাচ্ছে সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সের দরজা।তেমনটা হলে দীর্ঘ সাত মাস পর ছবি দেখার সুযোগ পাবেন দর্শক।ছবি দেখতে দর্শকরা কেমন ভীড় জমান সেদিকেই নজর রয়েছে তাঁদের,পরিস্থিতি অনুকুল থাকলে দিওয়ালিতে মুক্তি পেতে পারে ‘অন্তিম দ্য ফাইনাল ট্রুথ’।
আরও পড়ুন – মুখোমুখি সলমন- আয়ুশ