দুবাই: ভেঙ্কটেশ আইয়ার ও রাহুল ত্রিপাঠি| মরু শহরে নাইটদের তারুণ্যের ঝড়| তাতেই বেসামাল রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স| দ্বিতীয় ম্যাচেও দুরন্ত জয় কলকাতা নাইট রাইডার্সের| মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারাল কলকাতার নাইট বাহিনী|
দ্বিতীয় পর্বের আইপিএলে শুরু থেকেই পুরো অন্য মেজাজে নাইটরা| প্রথম ম্যাচ থেকেই ব্যালান্সড পারফরম্যান্স| যার ধারা দেখা গেল দ্বিতীয় ম্যাচেও| রোহিতদের তারকাখচিত ব্যাটিং লাইনআপকে যেমন রুখে দিলেন ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণা এবং বরুণ চক্রবর্তীরা| তেমনই ব্যাট হাতে বুমরাদের বিরুদ্ধে ঝোরো ইনিংস খেললেন ভেঙ্কটেশ আইয়াররা|
নাইটদের বিরুদ্ধেই মাঠে ফিরেছিলেন মুম্বই অধিনায়ক রোহিত| টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি| রোহিত এবং ডিককের হাত ধরে শুরুটা মুম্বইও দুরন্ত করেছিল| ৯ ওভারে ৭৮ রানও করে ফেলেছিলেন তারা|
তবে শেষপর্যন্ত পারেননি| রোহিতকে ৩৩ রানে ফেরান নারিন| ৫৫ রানে থামেন কুইন্টন ডিকক| এই প্রোটিয়া তারকা ফেরার পর থেকেই ধীরে ধীরে ম্যাচের দখল নাইটদের হাতে চলে আসে| সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ এবং পোলার্ডরা কেউই বড় ইনিংস খেলতে পারেননি| ১৫৫ রানেই শেষ হয় মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস|
নাইটদের ওপেনিং জুটি অবশ্য বেশিক্ষণ থাকেনি| ৯ বলে ১৩ রান করে ফিরে যান শুভমন গিল| এরপরই মাঠে শুরু আইপিএলের দ্বিতীয় ম্যাচ খেলা আইয়ারের বিধ্বংসী ইনিংস| সঙ্গে ঝোরো ইনিংস রাহুল ত্রিপাঠিরও| বুমরা, বোল্ট, মিলনেদের অসহায়ের মতো আত্মসমর্পন করতে বাধ্য করেন এই দুই তরুণ তারকা|
আইয়ারের ৩০ বলে ৫৩ রানের ইনিংসটি সাজানো ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে| রাহুল ত্রিপাঠিরও গোটা ইনিংসে রয়েছে ৮টি চার এবং ৩টি ছয়| তিনি করেন ৪২ বলে ৭৪ রান| ৪ ওভার ৫ বল বাকি থাকতেই মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের দ্বিতীয় জয় তুলে নেয় কলকাতা নাইটরাইডার্স|
৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চার নম্বরে উঠে এল কলকাতার নাইটরা|