কলকাতা: কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার আগে পড়ুয়াদের টিকা দিতে হবে। বুধবার রাজ্যের সব জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে এই নির্দেশিকা পাঠাল রাজ্য স্বাস্থ্য দফতর। একই সঙ্গে সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষা দফতরেও পাঠানো হয়েছে নির্দেশিকার প্রতিলিপি। সূত্রের খবর, পুজোর পরেই বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে অফলাইন পঠন পাঠন শুরু করতে চায় রাজ্য। তার জন্যই পুজোর আগেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াটি অনেকটাই শেষ করে ফেলতে চাইছে রাজ্য।
স্বাস্থ্য দফতরের নির্দেশিকা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুজোর পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। পরবর্তীতে গ্লোবাল অ্যাডভাইজ়রি বোর্ডের প্রধান নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও শীঘ্রই স্কুল- কলেজ খোলা প্রয়োজন বলে জানান। সম্প্রতি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এক প্রশাসনিক বৈঠকেও বিষয়টিতে জোর দেওয়ার কথা জানান। তারপরই স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকাতে উচ্ছ্বাসিত পড়ুয়া থেকে শিক্ষকেরাও।
আরও পড়ুন- তর্কাতর্কির সময় খুলে গেল সিদ্দারামাইয়ার ধুতি, বিধানসভায় হাসির রোল
স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের জারি করা নির্দেশিকাতে বলা হয়েছে, অফলাইনে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খোলার সম্ভাবনা রয়েছে। তাই, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে পড়ুয়াদের টিকা প্রদানের কর্মসূচি শুরু করবে স্বাস্থ্য দফতর। স্থানীয় কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের আলোচনাও করতে হবে। কোন কলেজে কত জন পড়ুয়ার এখনও টিকা পাওয়া বাকি, তার তালিকা তৈরি করে দ্রুত স্বাস্থ্য দফতরকে দিতে হবে। পুরো বিষয়টি তদারকির জন্য নোডাল অফিসার নিয়োগ করার কথাও নির্দেশিকাতে উচ্চশিক্ষা দফতরকে অনুরোধ করা হয়েছে।