কলকাতা: রাজ্যে ফের দৈনিক করোনা সংক্রমণ ৭০০ উপরে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদীয়া ও দার্জিলিংয়ে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। পুজোর আগে এই চার জেলাসহ রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতর। তার উপর লাগাতার কয়েকদিন কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতে অজানা জ্বর ও জলবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। সব মিলিয়ে রাজ্যজুড়ে পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পনা গ্রহণে উদ্যোগী হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে ৭৪৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে রাজ্যজুড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর নিরিখে গত কয়েক দিনের মতো নদীয়া জেলা শীর্ষে রয়েছে। আক্রান্তের নিরিখে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলা এগিয়ে রয়েছে। দু এক দিন বাদ দিয়ে প্রায় টানা এক মাস ধরে এই দুই জেলায় দৈনিক করোনা সংক্রমণ একশোর উপরে। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৩২ জন উত্তর ২৪ পরগনায় ১২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
ইদানিং কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলা ছাড়াও নদীয়া এবং দার্জিলিং জেলায় দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে। ২২ সেপ্টেম্বর বুধবারের থেকে ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই দুই জেলায় দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নদীয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৫৯ জন এবং দার্জিলিং জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৯ জন।
আরও পড়ুন-দলীয় কর্মীর দেহ নিয়ে বিক্ষোভের চেষ্টা বিজেপি’র, কালীঘাট ব্রিজে ধুন্ধুমার
সব মিলিয়ে এখনো পর্যন্ত রাজ্যে ১৫ লক্ষ ৬৪ হাজার ১৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এর বুলেটিন অনুযায়ী রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্যা রয়েছে ৭৭০৪ জন। আর এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭০৩ জনের।