১৯৭২ সালের নকশাল আন্দোলন কে পটভূমি করে একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি করেছেন অভিনেতা পরিচালক জ্যামি বন্দ্যোপাধ্যায়। ছবির নাম ‘আঠারোতে বাহাত্তর ‘।এটি একটি সাইকোলজিকাল থ্রিলার। ২০১৮ সালের একজন পুলিশ অফিসার, সে প্রায়ই স্বপ্নে দেখে ১৯৭২ সালের নকশাল আন্দোলনের নানা ঘটনা। দিনের পর দিন কেন এই পুলিশ অফিসার স্বপ্নে নকশাল আন্দোলনের নানা ঘটনা দেখে সেই নিয়েই শুরু হয় সাইকোলজিকাল থ্রিলার। ১৯৭২ সালে নকশাল আন্দোলনের নানা অজানা কাহিনি উঠে আসবে এই ছবিতে। শুক্রবার এই ছবিটি মুক্তি পাচ্ছে।
আরও পড়ুন: সমদর্শীর জমজমাট বিয়েবাড়ি
ভিন্ন ধারার গল্প হলেও দর্শকদের পছন্দ হবে বলেই আশা করছেন পরিচালক। ছবিতে মুলত থিয়েটার অভিনেতাদের নিয়ে করা হয়েছে। রাজনৈতিক থেকে সামাজিক প্রেক্ষাপট অনেকটাই পাল্টেছে কালের নিয়মে, তবে সেই সময়কে সিনেমার পর্দায় ধরা বেশ চ্যালেঞ্জিং ছিল পরিচালকের কাছে। এই ছবিতে জ্যামি বন্দ্যোপাধ্যায়, অভিষেক রায়, কৌস্তভ ঘোষ, গৌরব চক্রবর্তী, সুমা দে প্রমুখ অভিনয় করেছেন।