কলকাতা : বিজেপিতে যোগ দিয়ে ভুল করেছেন। অকপট স্বীকারোক্তি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৮২ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার বাসিন্দা রূপা মন্ডলের।
স্বামী ও দুই সন্তানকে নিয়ে রূপার সংসার। তাঁর স্বামী কোনও কাজ করেন না। তাই পার্টির শরণাপন্ন হন তিনি। বিজেপি থেকে রূপাকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়। গত বিধানসভা ভোটে বিজেপির হয়ে এলাকাজুড়ে প্রচার করেন তিনি। প্রচারের সময় দুর্ঘটনায় হাত ভাঙে রূপার। কিন্তু রূপাকে যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটের পর বিজেপির সেইসব নেতা-মন্ত্রীদের আর দেখা পাননি রূপা। এমনকি তাঁর হাত ভাঙার পর স্থানীয় বিজেপি কর্মীরা একবার খোঁজও নেননি। ফলে রূপার সংসারকে ক্রমেই গ্রাস করেছে দারিদ্রতা।
আরও পড়ুন : উপনির্বাচনের আগে আবার ভাঙন, বসিরহাট ও রানীনগরে শক্তি বাড়ল তৃণমূলের
রূপার এই অসময়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন তৃণমূলের পৌর প্রতিনিধি ফিরহাদ হাকিম এবং অন্যান্য তৃণমূল কর্মীরা। স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করে নিউ আলিপুরের একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা করান রূপা। এখন রূপা অনেকটাই সুস্থ। বৃহস্পতিবার ৮২ নং ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ফিরহাদ হাকিমের প্রচারের সময় তাঁর সামনে ক্ষমা চান রূপা। তিনি বলেন “ভুল বুঝে বিজেপি করেছি। এই বিজেপি আর না।” কলকাতা টিভির সামনে রূপার আবেদন, “আর যাই করুন, এই বিজেপিকে একটিও ভোট নয়। ওরা বাংলার কথা ভাবে না। ওরা মানুষকে ভুল বোঝায়। যে ভুল রূপা নিজেই করেছে তা যাতে আর অন্য কেউ না করেন।” তাই বিজেপি করা ভুক্তভুগী রূপা এলাকার সাধারণ মানুষদের তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।