কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে এই প্রথম পড়ুয়াদের ভ্যাকসিন দিতে উদ্যোগী হল রাজ্য। বুধবার রাজ্যের তরফে একথা জানানোর পর ভ্যাকসিন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কবে ও কোন জায়গায় ভ্যাকসিন শিবির বসবে তা জানাবে কর্তৃপক্ষ।
ক্যাম্পাস খোলার দাবিকে সামনে রেখে পড়ুয়াদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক সেই দাবি জানিয়ে এর আগে একাধিকবার মিছিল, বিক্ষোভ ও স্মারকলিপি কর্তৃপক্ষ এবং সরকারের কাছে জমা দিয়েছিল যাদবপুরের ছাত্র সংগঠনগুলি। এই বিষয়ে চিঠি দিয়ে একাধিকবার সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল শিক্ষক সংগঠনগুলিও। বুধবার রাজ্যের তরফে পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা হতেই খুশির হাওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলিতে। রাজ্যের এই উদ্যোগকে তাঁদের আন্দোলনের জয় হিসাবেই দেখছে তাঁরা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন সংক্রান্ত নোটিশ
যাদবপুরের পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও ভ্যাকসিন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। ছাত্র সংসদের বক্তব্য, দীর্ঘ ৯৬ ঘন্টা অবস্থানের বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রদের ভ্যাকসিনেশন করানোর নোটিশ দিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর ও প্রেসিডেন্সির দেখানো পথে হেঁটেই রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিও ভ্যাকসিন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে শুরু করেছে বলে জানা গেছে।