বনগাঁ : নিজের বাড়িতে বিদ্যুৎ না থাকায় ট্রান্সফরমারে তালা লাগিয়ে বিস্তীর্ণ এলাকা অন্ধকার করে রাখলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ক্ষুব্ধ এলাকাবাসী।
আমার বাড়িতে বিদ্যুৎ নেই তাই এলাকায় বিদ্যুৎ থাকবে না। এমন কথা জানিয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে ট্রান্সফরমারে তালা লাগিয়ে দিলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার গোপালনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকায়। নেতার ইচ্ছায় মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অন্ধকারে ডুবে রইল গোপালনগর থানার নতুনগ্রাম সুবাসিনী বিদ্যালয় সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর নাম কাজল মণ্ডল। তিনি গোপালনগর ২ নম্বর পঞ্চায়েতের একজন সদস্য।
আরও পড়ুন : বনগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু
এই ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা গোপালনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। ঘটনাস্থলে পুলিশের এসে এ দিন রাত ১১টা পর্যন্ত ট্রান্সফরমারের তালা খুলে বিদ্যুৎ চালু করতে ব্যার্থ হয়। পুলিশের বিরুদ্ধে তৃণমূলের সদস্যদের তাবেদারী করার অভিযোগ এনে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ শুরু করে বাসিন্দারা। শেষ পর্যন্ত গভীর রাতে পুলিশের একাধিক চেষ্টার পর ওই এলাকায় কারেন্ট আসে।
বেআইনি ভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় পঞ্চায়েত সদস্যের শাস্তির দাবি করেছেন বাসিন্দারা। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি গ্রাম পঞ্চায়েত সদস্যা কাজল মণ্ডল।