অক্ষয় কুমারের পরবর্তী ছবি ‘পৃথ্বীরাজ’ নিয়ে চলছে বিতর্ক। ছবির নাম পরিবর্তনের দাবি জানিয়েছে ‘ভারতীয় ক্ষত্রিয় মহাসভা’ নামক একটি সংগঠন। করণি সেনারা শুধু ‘পৃথ্বীরাজ’ নামকরণে আপত্তি করেছেন তা নয়। সংগঠনটি জানিয়েছে,হিন্দু সম্রাট ‘পৃথ্বীরাজ চৌহান’ অথবা ‘সম্রাট পৃথ্বীরাজ চৌহান’ ছবিটির নামকরণ করতে হবে। এখানেই থেমে থাকেনি সংগঠনটি। এই ছবিতে বিতর্কিত কিছু আছে কি না, অথবা ইতিহাস বিকৃত করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে ছবিটি মুক্তির আগে ক্ষত্রিয় ও রাজপুত সম্প্রদায়ের প্রতিনিধিদের দেখাতে হবে বলেও তারা দাবি করেছে। সম্প্রতি সংগঠনটি একটি প্রতিবাদ মিছিল করেছে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি নির্মাতারা দাবি না মানে তা হলে ‘যোধা আকবর’ বা ‘পদ্মাবত’ ছবির মতো বাধার মুখে পড়তে হবে তাদেরও।
চণ্ডীগড়ে ‘পৃথ্বীরাজ’ ছবির প্রযোজক এবং প্রধান অভিনেতা অক্ষয় কুমারের কুশপুতুল জ্বালিয়েছে আন্দোলনকারী করণি সেনারা।। শুধু ছবির নাম পরিবর্তন নয় ছবির মুক্তির ব্যাপারে বেশ কয়েকটি শর্ত রাখেন করণি সেনার যুব শাখার সভাপতি সুরজিৎ সিং রাঠোর।তিনি বলেন, “গোটা ছবির গল্পই যখন ‘মহান’ পৃথ্বীরাজ চৌহানের জীবন ও তাঁর কর্মকান্ড নিয়ে তৈরি, তা হলে সেক্ষেত্রে কীভাবে নির্মাতা সংস্থা এই ছবির নাম স্রেফ ‘পৃথ্বীরাজ’ রাখতে পারেন! এটা তো তাঁর প্রতি অসম্মান। তাই আমরা চাই ছবির নাম পরিবর্তন করে তাঁর উদ্দেশে যথাযথ সন্মান জানানো হোক।” এখানেই না থেমে করণি সেনার ওই যুব সভাপতির হুমকি, “আমাদের দাবি যদি না শোনা হয় তা হলে বনশালির ‘পদ্মাবৎ’-কে যে যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল এঁরাও ঠিক সেই একইরকম পরিস্থিতির সম্মুখীন হবে। ছবির নির্মাতারা সেসবের জন্য প্রস্তুত থাকেন!” ‘পৃত্থিরাজ’ ছবির শুটিং এখনো অসম্পূর্ণ। এখন এটাই দেখার বিষয় যে এই রাজনৈতিক চাপের মুখে নির্মাতারা সত্যি নাম বদল করে কি না!
ঐতিহাসিক ড্রামা ঘরানার এই ছবিটির পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। অক্ষয় কুমার বিপরীতে দেখা যাবে সাবেক মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারকে।