কলকাতা : মুক্তি পেল মদন মিত্রর নতুন গান ‘ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া।’ নিজের কণ্ঠস্বরে গেয়েছেন মদন। র্যাপ করেছেন। এমনকী গানের তালে পা ও মিলিয়েছেন তিনি। পুজো উপলক্ষে মুক্তি পেল এই গান।
তবে, এটি শুধু পুজোর গান নয়। পুজোর সঙ্গে রয়েছে উপনির্বাচন। আর অদূর ভবিষ্যতে রয়েছে ২০২৪ এর লোকসভা নির্বাচন। সব মিলিয়েই নাচ-গান-র্যাপে গান বেঁধে ফেলেছেন ‘কালারফুল’ মদন মিত্র।
দিন কয়েক আগেই মদন মিত্রের কিছু ছবি ভাইরাল হয়েছিল। আর ঠিক তার কয়েকদিন পরেই মুক্তি পেল তাঁর গাওয়া গান। যে গানে মা দুর্গার সঙ্গে উল্লেখ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও। গানটির অর্থ, ‘ভারত নিজের মেয়েকে চায়’। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ‘বাংলা নিজের মেয়েকে চায়’ স্লোগান ভাইরাল হয়েছিল।
র্যাপে মজেছেন মদন
আরও পড়ুন – ভবানীপুরে দিদির জয় চেয়ে মাহেশে জগন্নাথ পুজো মদনের
এর পর বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই ২০২৪ এর নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। সেই কথাই একবার মনে করিয়ে দিলেন মদন মিত্র তাঁর গানের মাধ্যমে ।
আরও পড়ুন – হাইকোর্টেও শক্তি বৃদ্ধি তৃণমূলের, ঘাসফুল শিবিরে আইনজীবী সরদার আমজাদ আলী-অশোক কুমার ঢনঢনিয়া
গানের শুরুতেই ‘জাগো’ গেয়ে মহালয়ার আমেজ এনেছেন মদন মিত্র। তার পরেই ফিরে গেছেন তার স্বরচিত মুডে। গেয়েছেন ওহ লাভলিও। উপনির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কালারফুল বলেছিলেন। গানের মধ্যেই মমতার কথায় নিজেকে কালারফুল বলতেও ভোলেননি তিনি। সঙ্গে র্যাপের মাধ্যমে দিয়েছেন নিজের পরিচয় এমএম অর্থাৎ মদন মিত্র। এই গানে বিঁধতে ভোলেননি বিজেপিকেও।
ছন্দে ছন্দে মদন মিত্র
বিধানসভা নির্বাচনের সময় মদন মিত্রের ‘ও লাভলি’ গানটি মুহূর্তেই ভাইরাল হয়েছিল। এই গানটিও আপলোডের কিছুক্ষণের মধ্যেই মন জয় করে নিয়েছে নেটিজেনদের। মাত্র ২ ঘণ্টায় ৬.৯ হাজার রিয়াক্ট। ২.৪ হাজার বার শেয়ার করা হয়েছে। আর নেটিজেনদের বক্তব্যে উপচে পড়েছে কমেন্টবক্স।