২০ বছর আগে বলিউডে আজনবি ছিলেন তিনি। কুড়ি বছর পর গমরঙা এই বং বিউটিকে চেনেন না এমন কাউকে খুঁজে পাওয়াই ভার! কথা হচ্ছে বিপাশা বসুর। আজ থেকে ঠিক ২০ বছর আগে বলিউডে ডেবিউ করেছিলেন বঙ্গতনয়া বিপাশা বসু। ছবির নাম ‘আজনবি’। তারপর আরব সাগর দিয়ে অনেক জল বয়েছে। অভিনয় থেকে প্রেম, সাহসি সাজপোশাক থেকে গসিপ সবেতেই এক সময়ে মধ্যমণি ছিলেন বিপস্। কোনও দিনই সেভাবে হারিয়ে যাননি তিনি। ভোলেননি পুরনো দিনকেও।
আরও পড়ুন : এনগেজমেন্টের গুজব, ক্ষিপ্ত সানি!
সোশ্যাল সাইটে ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় কেরিয়ারের ২০ বছর পূর্তিকে রীতিমতো সেলিব্রেট করলেন বিপাশা বসু। ফিরে গেলেন সেই গোল্ডেন ডে-তে। ‘আজনবি’-তে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অক্ষয় কুমার, করিনা কাপুর আর ববি দেওল। চারজনের ছবি শেয়ার করে ‘আজনবি’-র সমস্ত কাস্ট অ্যান্ড ক্রিউকে ধন্যবাদ জানিয়েছেন বিপস্। ‘আজনবি’র মতো এমন একটা অভিজ্ঞতার ঝুলি তাঁর না থাকলে বলিউডে তাঁর জার্নিটা এত মিষ্টি হতো না বলেই সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন বং বিউটি।
বিপাশার ডেবিউ ছবির পরিচালক ছিলেন আব্বাস- মস্তান। আলাদা করে তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।গত ২০ বছর ধরে গোটা ইন্ডাস্ট্রি, তাঁর ভক্তরা যেভাবে তাঁকে ভালবেসেছেন তাতে মুগ্ধ বিপাশা। ২০ বছরের জার্নিতে তাঁদের সকলকে শুভেচ্ছা ও তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন বিপস্।
ভক্তরা তো বটেই বিপাশার এমন ইমোশনাল পোস্টে ভালবাসা জানিয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরাও।
আরও পড়ুন : বেবোর জন্মদিন