কলকাতা: মাস খানেকের মধ্যে বদলে গিয়েচ্ছে ছবিটা। ভোটের আগে তৃণমূলের বহু নেতানেত্রী বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন। তালিকায় রাজ্যের মন্ত্রীরাও ছিলেন। ভোটের পরে বদলে গিয়েছে ছবিটা। বিজেপির একাধিক বিধায়ক এবং নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিম।
শনিবার বিকেলের দিকে তৃণমূলে যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ বাবুল। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পদ্ম শিবিরের নেতানেত্রীদের মনে করিয়েছেন ভোটের আগে বিজেপির সভামঞ্চগুলোর কথা। যেখানে যোগদান মেলার নামে তৃণমূলের বহু নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হতো বিজেপির পতাকা।
এদিন বাবুল সুপ্রিয়-র তৃণমূলে যোগদানের পরে টুইটারে বিজেপির বিরুদ্ধে সরব হন কুণাল। তৃণমূলের প্রাক্তন সাংসদ লেখেন, “বিজেপি আজ এখন যা যা বলছে, এগুলো ভোটের আগের ‘যোগদান মেলা’র মুখগুলো মনে করে বলুক। বিশ্বাসঘাতক, বেইমানদের নিয়ে তখন লম্ফঝম্পের সময় খেয়াল ছিল না?” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “আজ যা হল তাকে বলে, দ্যাখ কেমন লাগে।”
আরও পড়ুন- ‘সবে তো শুরু’, বাবুলের তৃণমূলে যোগ নিয়ে মন্তব্য অভিষেকের
বাবুল সুপ্রিয়-র তৃণমূলে যোগদান নিঃসন্দেহে বিজেপির কাছে বড় ধাক্কা। একই সঙ্গে তৃণমূলের বড় সাফল্য। আর সাফল্যের কাণ্ডারি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করেছেন কুণাল ঘোষ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে প্রশংসায় ভরিয়ে কুণাল টুইটারে লিখেছেন, “আপনারা বাবুল দেখছেন। যোগদান দেখছেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখছি। কী চাপ, চক্রান্ত, প্রতিহিংসার মধ্যে দাঁড়িয়ে মাথা উঁচু করে বুঝিয়ে দিচ্ছে, ভয় পাচ্ছি না। এসব করে আমাকে থামানো যাবে না। জবাব এভাবেই যাবে। বয়সে অনেকটা ছোট। তবু, প্রকৃত অধিনায়ক।”
কুণাল ঘোষ এবং বাবুল সুপ্রিয়
দিন কয়েক আগেও বাবুলকে কড়া আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ৷ ‘ধান্দাবাজ’ থেকে শুরু করে একাধিক ভাষায় আক্রমণ করেছিলেন তিনি৷ কিন্তু, তৃণমূলে যোগ দিতেই বক্তব্য পাল্টে গেল কুণালের৷ শুধু তাই নয়, দল বদলের পর বাবুলকে রাজ্য বিজেপির আক্রমণের পাল্টা জবাব দিলেন কুণাল৷ তিনি বলেন, ‘ ভোটের যখন দল বদলুদের জন্য চাটার্ড ফ্লাইট আসছিল তখন বিজেপির নীতি-আদর্শ কোথায় ছিল?’