কিংবদন্তী সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী নাকি গলার স্বর হারিয়েছেন। বলি-পাড়ায় গুঞ্জন উঠেছে যে তিনি আর গান গাইতে পারবেন না। গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন বলিউডের এই প্রখ্যাত বাঙালি সংগীতশিল্পী। তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। করোনার ফলে তাঁর ফুসফুসে সংক্রমণ হয়। সেজন্য তিনি কথা বলতে পারছেন না। এদিকে বাবার করোনার খবর পেয়ে আমেরিকা থেকে ছুটে এসেছেন তার ছেলে বাপ্পা লাহিড়ী। বর্তমানে অসুস্থ বাপ্পি লাহিড়ী মুম্বইতেই রয়েছেন। ৬৮ বছরের শিল্পী ঘরের মধ্যে হুইল চেয়ারে চলাফেরা করেন। করোনামুক্ত হলেও তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। কারো সঙ্গেই কোন কথা বলতে পারেন না। একটি সূত্র জানাচ্ছে,’হাসপাতাল থেকে ছাড়ার পর,যারা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদের দেখে মনে হয়েছে শিল্পী চিরাচরিত স্বভাব থেকে অনেকটাই অন্যরকম।
আরও পড়ুন: পুজোয় ‘গঙ্গা’ আসছেন কলকাতায়
তিনি কোনোভাবেই কথা বলতে পারছেন না’। তিনি আদৌ আর গান গাইতে পারবেন কিনা তা নিয়ে তাদের যথেষ্ট সংশয় আছে। যদিও বাপ্পি-পুত্র বাপ্পা আমেরিকা থেকে ফিরে জানিয়েছেন,’বাবা বর্তমানে খুবই দুর্বল। তবে ধীরে ধীরে তাঁর শরীর ঠিক হচ্ছে। ফুসফুসে বেশি সংক্রমণ হাওয়ায় সুস্থ হতে দেরি হচ্ছে। যা রটেছে সেটা মোটেই ঠিক নয়। চিকিৎসকরা তাকে কোন ভাবেই কথা বলতে বারণ করেছেন। আমরা আশা করছি দুর্গা পুজোর আগেই বাবা ঠিক হয়ে যাবেন। পুজোর সময় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে বাবার একটি গানের রেকর্ডিং হওয়ার কথা।’
এক বছরে ৩৩ টি ছবিতে ১৮০ টি গান করে গিনেজ বুকে নাম লিখিয়েছিলেন এই প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী। দীর্ঘ সংগীত কেরিয়ারে অসংখ্য হিট গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন এই কিংবদন্তী শিল্পী।