অতীতে ফিরে গিয়ে জীবন নতুন করে শুরু করা যায় না, তবে জীবনের ভুলগুলো বুঝে নিয়ে ভবিষ্যতে উচিত সিদ্ধান্ত নিয়ে জীবনে বদলে ফেলা যেতেই পারে, আমরা নই- এমনটা বলেছেন কার্ল বার্ড। কার্লের এই বক্তব্যই নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন শিল্পা শেট্টি।এমন পোস্ট করে শিল্পা কি আদৌ কিছু বোঝাতে চাইলেন? প্রশ্ন করছেন অনেকেই!
বেশ কিছু দিন হল প্রাপ্তবয়স্কদের ছবি তৈরি ও তা স্ট্রিমিং-এর অপরাধে গ্রেফতার হয়েছেন শিল্পার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। রাজের গ্রেফতারির পর কিছু দিন নিজেকে সম্পূর্ণ আড়ালে রেখেছিলেন শিল্পা। এখন অবশ্য ছোট পর্দার ড্যান্স রিয়েলেটি শো-এ তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে। কাজে ফিরে রাজের ব্যাপারে মুখে একরকম কুলুপই এঁটেছেন তাঁর স্ত্রী । মাঝেমাঝেই সোশ্যাল সাইটে এমন মোটিভেশনাল পোস্ট করেছেন তিনি। শনিবারের পোস্ট দেখে অনেকেই যেমন মনে করছেন তবে কি উচিত সিদ্ধান্ত নিয়ে নতুন কোনও শুরুর কথাই ইঙ্গিত করলেন অভিনেত্রী?
আরও পড়ুন : মাচো ভিলেন ইমরান
মুম্বই পুলিশের তদন্তকারী দলের প্রশ্নের উত্তরে এর আগে শিল্পা জানিয়েছেন তিনি নিজের কেরিয়ার নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে রাজ কুন্দ্রা ঠিক কোন কোন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত সে সম্পর্কে তিনি অবহিত নন! সদ্যই বৈষ্ণদেবী ঘুরে এসেছেন রাজ-পত্নী। অতীতের ছায়া ছেড়ে তিনি যে বেরিয়েই আসতে চাইছেন তা কিন্তু শিল্পার হাবেভাবে স্পষ্ট হচ্ছে ক্রমশ।
আরও পড়ুন : কোথায় গেলেন বরুণ – নাতাশা?