শুরু হয়ে গেছে দোষারোপের খেলা।
আর যত দোষ সেই নন্দ ঘোষ – আইপিএলের!
ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে না হলে অমন ঘোষণা করা যায়! পাক শিবির নেট দুনিয়া দাপাচ্ছে এসব প্রচার করেই।
আরও পড়ুন:পাকিস্তানের মাটিতে ‘হামলার’ আশঙ্কা, সিরিজ বাতিল করে দেশে ফিরছে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড ক্রিকেট দল ৩ ম্যাচের সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের ঘন্টাখানেক আগে জানায়, তারা হোটেল ছেড়ে মাঠে যাবে না। তাদের নিজস্ব নিরাপত্তারক্ষীদের কাছে‘হুমকি’এসেছে– ক্রিকেটারদের উপর ‘হামলা’হতে পারে। শুধু ম্যাচ না খেলাই নয়, ৩ ম্যাচের ওয়ান ডে আর ৫টি ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ বাতিল করে অবিলম্বে পাকিস্তান ছাড়ার কথা গোটা বিশ্ব জেনে গেছে–এক লহমায়।
এর মাঝে কি কি হল?
পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খান ‘হটলাইনে’ কথা বলেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে। নিউজিল্যান্ড নেত্রী নাকি বলেছেন, ক্রিকেটারদের নিরাপত্তার নিয়ে ঝুঁকি নিতে পারছেন না।
কয়েকদিন আগেই পাক বোর্ডের চেয়ারম্যান হয়েছেন, ইমরান খানের পছন্দের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। তিনি এ প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কর্তাদের। আইসিসি’র সভায় নাকি সামনা সামনি বোঝা পড়া হবে।
পাকিস্তান বোর্ড কর্তা আর সরকার জানাচ্ছে, নিউজিল্যান্ডের চাহিদা মতন- দেশের রাস্ট্রপতির সমান নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা ছিল। সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের নিরাপত্তারক্ষীদের দল পাকিস্তান ঘুরে সব প্রস্তুতি দেখে গিয়েছিল। কোভিড পরিস্থিতিতে কোনও আপত্তি তোলেনি। তাহলে সেই দলের কাছে ‘হামলা হুমকি’ পৌঁছে গেছে দাবি করে সিরিজ বাতিল হয়ে গেল!
The Black Caps have abandoned the tour of Pakistan following a security alert from the New Zealand government.
Details ?https://t.co/GMVT3zm18y
— ICC (@ICC) September 17, 2021
২০ দিনের সিরিজ ছিল। পাক কর্তাদের নাকি এই হুমকি কলের বিস্তারিত তথ্য দিতেই চায়নি নিউজিল্যান্ড দলের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী দল। খটকা এখানেই।
এখন যা পরিস্থিতি, তাতে এ্ই ঘটনার পর পরের মাসে ইংল্যান্ডও পাক সফর বাতিল করতে পারে। বিশ্ব ক্রিকেট মহলের গুঞ্জন, আসল কারণ- আইপিএল-টু। ১৯ সেপ্টেম্বর থেকে এই ‘ইন্ডিয়ান পয়সা লিগ’ শুরু হয়ে যাচ্ছে। অনেকের ধারণা-দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলে খেলা বেশি আকর্ষণীয়। তাই নাকি নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মনে এ্তো কাঁপুনি। পাকিস্তানের মাটিতে সিরিজ বাতিল মানেই আইপিএ্লে খেলা নিয়ে সমস্যা নেই।
এখন দেখার ক’জন ক্রিকেটার দুবাইয়ে হাজির হন। সময় সব বলে দেবে।
ছবি: সৌ-টুইটার