নয়াদিল্লি: ১৭ সেপ্টেম্বর অর্থাৎ আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন৷ সবার আগে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী (Haryana Chief Minister) মনোহর লাল খট্টর৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর (Prime Minister )সঙ্গে দেখা করেন তিনি৷ নানা বিষয় নিয়ে দু’জনের আলোচনা হয়৷ তখনই মোদিকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানান মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)৷
আরও পড়ুন:৭১০০০ প্রদীপ জ্বালিয়ে সাড়ম্বরে মোদির জন্মদিন উদযাপন করবে বিজেপি
পরে টুইট করে সেকথা জানান হরিয়ানার মুখ্যমন্ত্রী৷ হিন্দিতে টুইট করে তিনি লেখেন, ‘জন্মদিনের একদিন আগে আজ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হয়েছে৷ তাকে শুভেচ্ছা জানিয়েছি৷ হরিয়ানার নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে৷ অনেক উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷’
आज नई दिल्ली में माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी से मुलाकात कर उनके जन्मदिन की पूर्व संध्या पर उन्हें बधाई व शुभकामनाएं दीं। साथ ही हरियाणा के कई अहम मुद्दों और विकास से सम्बन्धित कई विषयों पर विस्तृत चर्चा की। pic.twitter.com/zyXOLbQxmx
— Manohar Lal (@mlkhattar) September 16, 2021
The Chief Minister of Haryana, Shri @mlkhattar called on PM @narendramodi. @cmohry pic.twitter.com/ZMpA5FCUBd
— PMO India (@PMOIndia) September 16, 2021
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন খট্টর৷ সেখানে তিনি বলেন, ‘অনেকদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি৷ উনাকে হরিয়ানায় আসার আমন্ত্রণ জানিয়েছি৷ কুন্ডলি-মানেশ্বর-পালওয়াল এক্সপ্রেসওয়ে তৈরির সঙ্গে রাজ্যে রেলওয়ে অরবিটাল করিডর তৈরির কাজ শুরু হবে৷ সেগুলির শিলান্যাসে তিনি রাজ্যে এলে আমাদের জন্য সেটা সৌভাগ্যের৷’
আরও পড়ুন: কাবুলে নিখোঁজ বাঁশরি লাল আন্দেকে খুঁজে বেরাচ্ছে বিদেশমন্ত্রক
বলে রাখা ভালো, অরবিটাল রেল করিডরের সাহায্যে পালওয়ালকে সোহনা, মানেসর এবং খারখৌদা হয়ে সোনিপতের সঙ্গে যুক্ত করা হবে৷ ২০২৫ সালের মধ্যে এই রেল করিডর চালুর ভাবনা চিন্তা রয়েছে৷ এই ডাবল লাইন করিডর চালু হলে যাত্রীবাহি ট্রেনের পাশাপাশি ছুটবে মালবাহি ট্রেন৷ অপকদিকে আগামিকাল প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিন৷ তাঁর জন্মদিন উপলক্ষ্যে ২০ দিন ব্যাপী ‘সেবা ও সম্পূর্ণ অভিযান’-এর ডাক দিয়েছে বিজেপি৷ ওই দিন রেকর্ড সংখ্যায় দেশবাসীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের৷