মুম্বই: টি টোয়েন্টি বিশ্বকাপের পরই অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি ৷ টুইট করে জানিয়ে দিলেন তিনি ৷ টেস্ট এবং একদিনের দলের অধিনায়কত্ব করবেন তিনি ৷ চাপের কারণেই এই সিদ্ধান্ত কোহলির ৷
শোনা গিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের পরই নাকি দলের অধিনায়কত্ব ছাড়তে পারেন বিরাট কোহলি৷ সেটাই অবশেষে হল ৷ যদিও কার কাঁধে উঠছে এই দায়িত্ব তা এখনও জানানো হয়নি ৷
২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের পর ভারতের টেস্ট দলের অধিয়াকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ সেই দায়িত্ব উঠেছিল বিরাট কোহলির হাতে ৷ ২০১৪ থেকে ২০১৮ এবং বর্তমানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে ভারতীয় টেস্ট দলকে ঐতিহাসিক জয় এনে দিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ৷
কিন্তু কোহলি মনে করছেন, বিশেষ করে বাবা হওয়ার পর তাঁর উপলব্ধি সব ধরণের ফর্ম্যাটে তাঁর নেতৃত্ব দেওয়ার চাপ পারফরম্যান্সের ওপর পড়ছে ৷ বিশেষ করে ব্যাটিংয়ের উপর ৷ তাই টি টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিলে পারফরম্যান্সের ওপর বিশেষ নজর দিতে পারবেন ৷ লক্ষ্য সেরা ব্যাটসম্যান হওয়ার ৷
🇮🇳 ❤️ pic.twitter.com/Ds7okjhj9J
— Virat Kohli (@imVkohli) September 16, 2021
এরফলে ফিটনেসের ওপরও জোর দিতে পারবেন৷ যাতে তাঁর খেলার সময়সীমা আরও বেশ কয়েকবছর বেড়ে যাবে৷ একটা সময় বিশ্বের সেরা ব্যাটসম্যানদের সঙ্গে তাঁর তুলনা করা হত৷ কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স সেই প্রচারে ভাটা এনেছে৷ নিজের পারফরম্যান্স নিয়ে তাই আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না কোহলি৷ দায়িত্ব কমলে অনেকটা খোলা মনে খেলতে পারবেন তিনি৷
শোনা যাচ্ছিল নিজের ঘনিষ্ঠমহলে জানার আগে নাকি এই বিষয় নিয়ে রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছেন বিরাট কোহলি৷ বিশেষ করে যাঁর হাতে ব্যাটন তুলে দিতে চান সেই রোহিতের সঙ্গে তো কথা বলেইছেন৷
বিরাটের অনুপস্থিতিতে ভারতকে অধিনায়কত্ব দেওয়াই শুধু নয়, সাদা বলে রোহিত শর্মার অভিজ্ঞতাও যথেষ্ট৷ বাইশগজে সাফল্যই তার বড় প্রমান৷ বীরেন্দ্র সেওয়াগের পাশে রোহিত শর্মা দ্বিতীয় ক্রিকেটার, অধিনায়ক হিসাবে যাঁর একদিনের ক্রিকেটে দ্বিশতরান রয়েছে৷
শুধু তাই নয় রোহিত শর্মার অধিনায়কত্বেই নিদাহাস ট্রফি জিতেছিল ভারত৷ একইসঙ্গে আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব সামলাচ্ছেন সাফল্যের সঙ্গে৷ তাঁর অধিনায়কত্বে আইপিএলও চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স৷ গতবারও তারাই চ্যাম্পিয়ন৷
সেক্ষেত্রে বিরাট কোহলির নেতৃত্বের ভাগ রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হলে হয়ত খুব একটা ভুল হবে না৷ কিন্তু এই গুঞ্জন কবে বাস্তবের রুপ নেয় সেটাই দেখার৷