কলকাতা: বুধবার ১৫ সেপ্টেম্বর রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন থিয়েটারকর্মী অর্পিতা ঘোষ। তাঁর ইস্তফা গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তারপর থেকেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। হঠাৎ তিনি কেন পদত্যাগ করলেন? এই প্রশ্নে ঘোরাফেরা করতে শুরু করেছে। উত্তর কলকাতা টিভি ডিজিটালের কাছে। কারণ, অর্পিতা ঘোষের সাংসদ পদ ইস্তফা দেওয়ার আগের দিনের একটি চিঠি কলকাতা টিভি ডিজিটাল টিমের কাছে পৌঁছেছে। সেই চিঠিতে অর্পিতা ঘোষের ইস্তফার যাবতীয় তথ্য আছে। চিঠিটি দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন অর্পিতা ঘোষ। নতুন করে সাধারণ সদস্য হিসেবে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন।
অভিষেক বন্দোপাধ্যায়কে চিঠি অর্পিতা ঘোষের।
চিঠিতে তিনি লিখেছেন, থিয়েটারে অনেক সফল বছর কাটানোর পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য, লোকসভা সাংসদ থেকে জেলা সভাপতি, রাজ্যসভার সাংসদ। দল আমাকে বিভিন্ন ভূমিকা দিয়েছে। আমি এই সুযোগগুলির জন্য সত্যিই কৃতজ্ঞ।
আরও পড়ুন- ‘জনতার দরবার’ ঘিরে তৃণমূল বিধায়ক-জেলা সভাপতির কোন্দল
আরও বলেন, ২০২১ সালের নির্বাচনে বিপুল বিজয়ের পর, কিভাবে পার্টিতে ভূমিকা পালন করা উচিত তা নিয়ে চিন্তাভাবনা করছি। পার্লামেন্টের সদস্য না হয়েও যদি আমাকে পার্টি এবং পশ্চিমবঙ্গ রাজ্যে কাজ করার ভূমিকা দেওয়া হয় তাহলে আমি আরও আগ্রহী হব। আমি মনে করি রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করে সরাসরি বাংলায় এসে কাজ করার মাধ্যমে আমার লক্ষ্য অর্জনে আরও ভালো অবস্থানে থাকব। এই বিষয়টি মাথায় রেখে আমি রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ হিসেবে আমার পদত্যাগ জমা দিচ্ছি, এবং নিয়ম অনুযায়ী আমি প্রক্রিয়া দ্রুত করার জন্য রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করব।