লিগ ওয়ানের পর চ্যাম্পিয়ন্স লিগেও গোলের খাতা খুলতে পারলেন না লিওনেল মেসি| এমবাপ্পে, মেসি এবং নেমার ত্রিফলাতেও প্রথম ম্যাচে জয়ের মুখ দেখতে ব্যর্থ প্যারি সাঁজা| এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র|
মঙ্গলবার মেসিহীন বার্সার বিপর্যয় দেখেছিল গোটা বিশ্ব| এদিন সকলেই অপেক্ষায় ছিলেন লিওর পা থেকে পিএসজির জার্সিতে প্রথম গোল দেখার| কিন্তু সেই আশা পূরণ হল না কারোরই| অপেক্ষাটা বরং আরও কিছুদিন বেড়ে গেল|
ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যে হেরেরার গোলে এগিয়ে যায় পিএসজি| মেসি নন, গোলের নেপথ্য নায়ক ফরাসি ওয়ান্ডার কিড কিলিয়ান এমবাপ্পে| যদিও সেই ব্যবধানে মেটাতে মাত্র ১২ মিনিট সময় লাগে ক্লাব ব্রাগের|
প্রথমার্ধের ২৯ মিনিটের মাথায় সুযোগ এলেও, অল্পের জন্য ব্যর্থ হন মেসি| এটুকু বাদ দিলে গোটা প্রথমার্ধে মেসি এবং নেমারকে তেমনভাবে খুঁজে পাওয়া যায়নি|
বিরতির পর সকলের চোখই তখন মেসির দিকে| ফুটবলের জাদুকর মাঠে থাকা মানেই তো অবিশ্বাস্য কিছু ঘটে যাওয়া| তাই তো পিএসজি কোচ ৫১ মিনিটের মাথায় এমবাপ্পেকে তুলে নিলেও, মেসি এবং নেমারকে ওঠানোর সাহস দেখাতে পারেননি|
যদিও তাতে ম্যাচের ভাগ্য অবশ্য বদলায় নি| বরং ৭২ মিনিটের মাথায় খানিকটা মাথা গরম করে হলুদ কার্ড দেখে বসেন লিওনেল মেসি| ম্যাচ শেষ হয় ১-১ গোলেই| জিততে না পারলেও, অ্যাওয়ে গোলের হিসাবে এগিয়ে থেকেই মাঠ ছাড়ল প্যারি সাঁজা|