শিলিগুড়ি: শ্রমিক সংগঠনের জমায়েতকে কেন্দ্র করে ধুন্ধুমার। বুধবার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র সভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট। এদিন বিকেলে শিলিগুড়ির শ্রমিক অধ্যুষিত এলাকা রেগুলেটেড মার্কেটে একটি সভার আয়োজন করা হয় আইএনটিটিইউসির উদ্যেগে। সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের এক গোষ্ঠী সভাস্থলে ঝামেলা শুরু করে বলে অভিযোগ।
দু’পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সভার কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব। শিলিগুড়ির প্রধান নগর থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামালায় পুলিশ।
শিলিগুড়িতে তৃণমূলের সভায় ধুন্ধুমার
বহিরাগতরা এসেই অশান্তির সৃষ্টি করেছে বলে জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ। বহিরাগতরা আইএনটিটিইউসির সদস্য ছিল না বলে দাবি তৃণমূল নেতৃত্বের। বর্তমানে দার্জিলিং জেলায় আইএনটিটিইউসি’র সভাপতি নির্জল দে। যদিও মনে করা হচ্ছে তাঁর নেতৃত্বাধীন গোষ্ঠীর বিরুদ্ধেই এদিন অশান্তির ছক কষেছিলেন আইএনটিটিইউসি’র প্রাক্তন সভাপতি শ্যাম যাদব। উল্লেখ্য, অতীতে দার্জিলিং জেলায় তৃণমূলের শ্রমিক সংগঠনের এক প্রভাবশালী নেতা ছিলেন তিনি। পরে তৃণমূল থেকে বহিষ্কৃতও হলেও ফের দলে ফিরে আসেন তিনি। হারানো জমি ফেরত পেতেই কি এই হামলার ছক কষেছেন তিনি ? যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি কোনও রাজনৈতিক দলই।