জনপ্রিয় দক্ষিণী ছবির হিরো মহেশ বাবুর ছেলে গৌতম কৃষ্ণা তেলেঙ্গানা রাজ্যে সেরা সাঁতারুর তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে। গৌতম বাবার পদাঙ্ক অনুসরণ না-করে খেলাধুলার জগতে পা রেখেছে। আর তাতে মহেশ বাবুর যথেষ্ট অনুপ্রেরণাও রয়েছে। মহেশ বাবুর স্ত্রী অর্থাৎ গৌতমের মা নম্রতা তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকা্উন্টে গৌতমের সাঁতারের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘২০১৮ সাল থেকে পেশাদার সাঁতারুর জীবন শুরু করে গৌতম। তেলেঙ্গানা রাজ্যের শীর্ষ আটটি প্রতিযোগিতায় নিজের অবস্থান তৈরি করে নিয়েছে সে। খেলাধুলোর সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে গৌতম। যথেষ্ট আনন্দের সঙ্গে গৌতম কঠোর পরিশ্রম করে চলেছে। বাটারফ্লাই, ব্যাকস্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক, ফ্রিষ্টাইল পারফর্ম করতে স্বাচ্ছন্দ্যবোধ করে গৌতম।
প্রসঙ্গত, একটি তেলুগু ছবিতে মহেশ বাবুর ছোটবেলার চরিত্রে গৌতমকে দেখা গিয়েছিল। যদিও অভিনয়কে পেশা করে নেবার ব্যাপারে গৌতম নিশ্চিত নয়। খেলাধুলোর জগতেই তার বেশি আগ্রহ।
মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘সরকারু বারি পাতা’। পরশুরাম পরিচালিত এ সিনেমায় তাঁর বিপরীতে দেখা যাবে কীর্তি সুরেশকে। প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তারা। ২০২২ সালের জানুয়ারিতে এ সিনেমা মুক্তির কথা রয়েছে। তা ছাড়া ‘মেজর’ সিনেমার কাজও রয়েছে মহেশ বাবুর হাতে। এতে অভিনয় করছেন না, এটি তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান জি মহেশ বাবু এন্টারটেইনমেন্ট থেকে নির্মিত হচ্ছে।
মহেশ বাবুকে তেলুগু অ্যাকশন-কমেডি ছবি ‘সরিলেরু নীকেশ্বরু’তে সর্বশেষ দেখা যায়। এই ছবিতে ভারতীয় সেনাবাহিনীতে একজন অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বক্স অফিসে হিট হওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী ২৬০ কোটি টাকার ব্যবসাও করে মহেশ বাবুর অভিনীত এই ছবিটি। তবে শুধুমাত্র অভিনেতা হিসাবেই নয়, আসন্ন তেলুগু ছবি ‘মেজর’-এ প্রযোজক হিসাবেও কাজ করেছেন তিনি। এই ছবিটি মুক্তি পাবে ২০২১ সালের ২ জুলাই।