অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাসের ছবি ‘মান্টো’তে বিখ্যাত লেখক সাদাত হাসান মান্টোর চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।এ বার তাঁকে দেখা যাবে নকশাল আন্দোলনের প্রধান নেতা চারু মজুমদারের ভূমিকায়। বাংলা, হিন্দি, ইংরেজি ভাষায় নকশাল আন্দোলনের উপর তৈরি হতে যাচ্ছে একটি ওয়েব সিরিজ। যেটি পরিচালনা করবেন সায়ন্তন মুখোপাধ্যায়।১৯৪৭ থেকে ২০১০ সাল অবধি সারা বিশ্বজুড়ে বামপন্থী আন্দোলনের কাহিনি নিয়ে তৈরি হবে তিনটি সিজনের এই এপিসোড। হিন্দি এই ওয়েব সিরিজের প্রথম সিজনের চিত্রনাট্যে থাকছে নকশাল আন্দোলনের কাহিনি তথা নকশাল নেতা চারু মজুমদারের জীবন।
আরও পড়ুন:নওয়াজউদ্দিন কি গ্রামে চাষ করছেন?
সেই চরিত্রে দেখা যাবে বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। ১৯৬৭ সালে দার্জিলিং জেলার নকশালবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন বেশ কয়েকজন আন্দোলনকারী।তারপর এক সশস্ত্র আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছিল। সিপিইএমএল নেতৃত্ব দিয়েছিল সেই আন্দোলনের, যা ক্রমশই দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের কাছে এক ঐতিহাসিক বামপন্থী আন্দোলনের রূপ নিয়েছিল। যা ‘নকশাল আন্দোলন’ নামে অভিহিত হয়েছিল।চারু মজুমদার ছাড়াও প্রথম সিজনের অন্যতম মুখ্য চরিত্র হিসেবে থাকবেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশংকর রায়। সেই চরিত্রে দেখা যাবে টালিউডের আর এক প্রতিভাবান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে।
এ ছাড়াও মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়াল কিংবা বোমান ইরানিকে।জয়া আহসানকে দেখা যেতে পারে চারু মজুমদারের স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে। এছাড়া তৎকালীন দাপুটে পুলিশ অফিসার রুনু গুহ নিয়োগীর চরিত্রে থাকবেন রনিত রায়।বিতর্কিত এই পুলিশ অফিসারের লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে এই সিরিজ। চারু মজুমদার এর অন্যতম সঙ্গী নকশাল নেতা কানু সান্যাল-এর চরিত্রে ভেবে রাখা হয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। আপাতত জোরকদমে চলছে এই ওয়েব সিরিজের চিত্রনাট্য লেখার কাজ। একটি আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। শুটিং শুরু হবে আগামী বছরের প্রথমে। পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছেন,’ভারতীয় সিরিজে এই মুহূর্তে উত্তরপ্রদেশের রাজনীতির গল্প, মহারাষ্ট্র এবং বিহারের কথা ওই আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে সারাবিশ্বে দর্শকরা দেখতে পাচ্ছেন। কিন্তু বাংলার রাজনীতির ইতিহাসের গল্প আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কেউ বলছেন না।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলার সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনের একটা বড় জায়গা রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে গুরুত্ব। বিগত পনেরো কুড়ি বছর ধরে সেই রাজনৈতিক প্রেক্ষাপটের চিত্রনাট্য কোথাও প্রতিফলিত হয়নি।এটা অনস্বীকার্য যে সে-সময় সারাবিশ্বে বামপন্থী আন্দোলন সাড়া ফেলেছিল। তার মধ্যে নকশাল আন্দোলন অন্যতম ল্যান্ডমার্ক। যা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গ থেকে। এই আন্দোলনের কাহিনি তুলে ধরতে চেয়েছি ভারতীয় ও আন্তর্জাতিক দর্শকদের কাছে’।