কলকাতা টিভি ওয়েব ডেস্ক : অজানা জ্বরের আতঙ্ক এবার দুর্গাপুরে। মহকুমা হাসপাতালে ভর্তি ৪২ জন শিশু। বিশেষ টিম তৈরী করে চিকিৎসা শুরু হাসপাতালে।
দুর্গাপুর মহকুমা জুড়ে ৪২জন শিশু অজানা জ্বরে আক্রান্ত। দিন কয়েকের ব্যাবধানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জ্বর,সর্দি, কাশি আর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে এক শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের শিশু বিভাগে ৫৫টি বেড রয়েছে। যার মধ্যে ৪২টি বেডেই জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে শিশুরা। এর মধ্যে আড়াই মাসের এক শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
আরও পড়ুন – ডুয়ার্সেও ভাইরাল ফিভারের প্রকোপ, দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১০০
দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল বলেন, শিশুরা ভাইরাল ফিভার নিয়েই ভর্তি হয়েছে। তবুও কোনোরকম ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। অন্যদিকে একসঙ্গে ৪২ শিশুর জ্বর সর্দি কাশি বিশেষত শ্বাসকষ্টজনিত সমস্যাটা বেশ চিন্তার বিষয়।
শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে অন্যান্য বিভাগের চিকিৎসকদের নিয়ে বিশেষ টিম তৈরী করে নজর রাখা হচ্ছে ওই শিশুদের ওপর। যদিও এখনি আতঙ্কিত হওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি বলে আস্বস্ত করেছেন। তবে, পরিস্থিতির ওপর নজর রাখছে বিশেষজ্ঞ এই টিম। এই দিকে থার্ড ওয়েভ নিয়ে আতঙ্কে অসুস্থ শিশুর অভিবাবকরা।
মুর্শিদাবাদ হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা
আরও পড়ুন – জলপাইগুড়িতে জ্বরে আক্রান্ত শতাধিক শিশু, একজনের দেহে করোনা সংক্রমণ
অন্যদিকে, একই ভাবে প্রায় শ’খানেক শিশু জ্বরে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। ভাইরাল ফিভার নিয়ে মোট ৯৪ জন শিশু ভর্তি হয়েছে। যাদের মধ্যে ৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। প্রতিদিন শিশু আক্রান্তর ঘটনা বেড়েই চলেছে।
তবে, করোনার তৃতীয় ঢেউ বা সেরকম কোনও চিন্তা নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল সুপার ডাঃ অমিও কুমার বেরা বলেন ,গত চারদিন আগে প্রায় ১৬০ জন শিশু ভর্তি ছিল। গতকাল আরও ৩০ জন শিশু ভর্তি হয়েছে। যদিও তাদের মধ্যে অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে।