জলপাইগুড়ি : জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে রক্ত বিক্রি করতে এসে হাতে নাতে গ্রেফতার দালাল। মঙ্গলবার রীতিমতো ওত পেতে এই দুই দালাল কে আটক করেন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই দালালদের।
জানা গিয়েছে, হলদিবাড়ি বাসিন্দা এক ব্যাক্তি তাঁর বোনের চিকিৎসার জন্য রক্তের খোঁজে জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে আসেন। সেই সময় দালালের খপ্পরে পড়েন তিনি। তিন হাজার টাকা দিলেন রক্ত জোগাড় করে দেবার প্রস্তাব দেন এক ব্যক্তি।
ওই প্রস্তাবে হলদিবাড়ির বাসিন্দা স্বাধীন চন্দ্র রায়ের ওই ব্যক্তিকে সন্দেহ হয়। তখনই তিনি জলপাইগুড়ির এক সেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন।
আরও পড়ুন – ডুয়ার্সেও ভাইরাল ফিভারের প্রকোপ, দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১০০
সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে দুই দালাল কে পাকড়াও করে। চলে জিজ্ঞেসাবাদ। এরপরেই ওই দালালকে পুলিশের হাতে তুলে দেন তাঁরা।
ওই সেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস জানান, হাসপাতালে রক্ত সংকটের সুযোগ নিয়ে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। খবর পেয়ে দুই দালাল কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
আরও পড়ুন – সুপারি চুরি দেখে ফেলার অপরাধে হাওড়ায় বৃদ্ধাকে কোপাল চোরেরা
এই প্রথম নয়। সক্রিয় দালাল চক্রের প্রমাণ এর আগেও মিলেছে। চলতি মাসের ১০ তারিখ জলপাইগুড়ি জেলা হাসপাতালে ব্ল্যাড ব্যাঙ্ক থেকে এক রক্তের দালাল কে আটক করে পুলিশ। দালাল চক্রের রমরমাতে উদ্বিগ্ন হয়ে পড়ছেন রোগীর বাড়ির লোক জন।