কলকাতা : বুধবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। করোনা দ্বিতীয় ঢেউ কিছুটা সামলে গিয়েছে। সেই কারণে চিড়িয়াখানা ছাড়াও দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বেঙ্গল সাফারি পার্কও।
করোনার প্রথম ঢেউয়ের পর বন্ধ করে দেওয়া হয়েছিল আলিপুর চিড়িয়াখানা। পরিস্থিতি খানিক স্বাভাবিক হলে অক্টোবর ২০২০ তে আবার খুলে দেওয়া হয়। তার পরেই আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। ফলে, আবারও বন্ধ করে দেওয়া হয় চিড়িয়াখানা।
বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। সামনেই পুজোর মরশুম। সেই কারণে আবার চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। ৪:৩০ পর্যন্ত দর্শকদের টিকিট দেওয়া হবে।
আলিপুর চিড়িয়াখানায় সারসের দল
করোনা পরিস্থিতিতে সুরক্ষার কথা ভেবে প্রত্যেক গেটে থাকবে তাপমাত্রা মাপার যন্ত্র। থাকবে হ্যান্ড স্যানিটাইজারও। পর্যটকদের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক।
আরও পড়ুন – দু’তলা বাড়ির কার্নিশ থেকে বিড়াল নামাল দমকল
খোশ মেজাজে চিড়িয়াখানার সিংহ
অন্যদিকে করোনা সংকটের জেরে আর পাঁচটা শিল্পের মতো বড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে পাহাড় ও ডুয়ার্সের পর্যটন ব্যবসা। সামনেই পুজোর মরশুম। আর পুজোর মরশুম মানেই উত্তরবঙ্গে পর্যটকদের আনাগোনা। তাই আবারও পর্যটন ব্যবসা চাঙ্গা করতে খুলে দেওয়া হচ্ছে বেঙ্গল সাফারি পার্ক।
আরও পড়ুন – মালবাজারের দেখা মিলল বিরল প্রজাতির ইয়েলো পিট ভাইপারের
বেঙ্গল সাফারি পার্ক
করোনা অতিমারীর জন্য পর্যটকদের জন্য বেঙ্গল সাফারি পার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে, বর্তমানে অতিমারীর প্রকোপ অনেকটাই কমে এসেছে। সামনেই পর্যটন মরশুম। তাই পর্যটকদের কথা চিন্তা করে আলিপুর চিড়িয়াখানার সঙ্গে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে বেঙ্গল সাফারি পার্কও। বেঙ্গল সাফারি পার্কে ঢুকতে গেলেও সমস্ত রকম করোনা বিধি মানতে হবে।