সিদ্ধান্ত নেওয়া হল সোমবারের সভায়। সভাটি ছিল,ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের (Athletics Federation of India) – এক্সিকিউটিভ কাউন্সিলের। জয়পুরের এ্ই সভাতে আলোচ্য বিষয় ছিল, টোকিয়ো অলিম্পিক্স প্রতিযোগিতা এবং অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশের অ্যাথলিটদের পারফরম্যান্স।
সেখানেই ঠিক হল, দেশকে অলিম্পক্সে সোনার পদক এনে দেওয়া নীরজ চোপড়ার (Neeraj Chopra) কোচ উয়ে হনকে (Uwe Hohn) আর রাখা হবে না।তাঁর চুক্তি নবীকরণ করা হচ্ছে না।
সংস্থার সভাপতি প্রাক্তন অ্যাথলিট আদিল সুমারিওয়ালা জানিয়েছেন, এই জার্মান কোচ(এঁনার অধীনেই জ্যাভলিনে সোনার পদক এনেছেন নীরজ)হনের পারফরম্যান্সে তাঁরা খুশি নন! চলতি বছরের শেষেই চাকরি যাচ্ছে হনের। তাঁর বদলে নতুন ২ কোচ নিয়োগ করবে অ্যাথলেটিক্স ফেডারেশন।
আরও পড়ুন: নীরজের নামে স্টেডিয়াম
টোকিয়ো অলিম্পিক্স (Tokyo Olympics 2021) পর্যন্তই ৫৯ বছরের হনের সঙ্গে চুক্তি ছিল অ্যাথলেটিক্স ফেডারেশনের। অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি আদিল সুমারিওয়ালা এটাও বলেন,‘আমরা তেজিন্দর পাল সিং তুরের জন্যও বিদেশি কোচ নিয়োগ করছি।’
টোকিয়োতে গ্যালারিতে বসেই নীরজের সাফল্য দেখেছিলেন হন। তার পরই জানা যায়, জ্যাভলিনে তাঁর থ্রো এখনও অক্ষত। পরবর্তীকালে নিয়ম পরিবর্তন হওয়ায় সেই রেকর্ড আর এখন গ্রহনযোগ্য নয়। ২০১৭ সালের নভেম্বরে হনকে কোচ করে এ্নেছিল অ্যাথলেটিক্স ফেডারেশন। সেই সময় নীরজ চোপড়া এবং শিবপাল সিং ও অনু রানীকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। হনের অধীনেই ২০১৮ কমনওয়েলথ গেমসেও পদক পান নীরজ।
হনকে ছাঁটাই করা হচ্ছে কান? এ্রর পিছনে শোনা যাচ্ছে অন্য গল্প। জানা যায়, চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য অ্যাথলেটিক্স ফেডারেশন এবং সাইকে ক্রমাগত ব্ল্যাকমেল করতে থাকছিলেন হন। সেই ঘটনাকে মোটেই ভালো ভাবে নেয়নি ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন। ফেডারেশনের তরফ থেকে এটাও জানানো হয়েছে, নতুন যারা কোচ হবেন তাঁরা একই সঙ্গে সিনিয়র ও জুনিয়র অ্যাথলিটদের কোচিং করাবেন।
৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা এনে দেন নীরজ চোপড়া। স্বাধীন ভারতে অ্যাথলেটিক্সে ভারতের প্রথম পদক। তাও আবার সোনার পদক! নীরজ চোপড়াকে নিয়ে দেশজুড়ে শুরু হয়ে যায় হইচই। চর্চায় আসেন তাঁর কোচও। তবে সেই কোচকেই এ বার ছেঁটে ফেলল ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন।
Olympians together
Commonwealth Games & 2 times Asian Games medallist Krishna Poonia with World Championships medallist & AFI Senior VP @anjubobbygeorg1 at AFI Executive Council Meeting in #Jaipur pic.twitter.com/bLQKGjDTRd
— Athletics Federation of India (@afiindia) September 13, 2021
নজরে ৫ রাজ্য:
অনলাইন এই সভায় অংশ নিয়েছিলেন ফেডারেশনের প্ল্যানিং কমিটির চেয়ারম্যান ললিত কে ভানোত। তাঁর প্রস্তাব মেনে ঠিক হয়েছে, সম্ভাবনাময় ৪০০ মিটারের দৌড়বিদ এবং থ্রোয়ারদের সঠিকভাবে চিহ্নিত করে বিশ্বমানের করে তোলার জন্য দেশের পাঁচটি রাজ্যকে আলাদাভাবে বেছে নেওয়া হবে। এই ৫টি রাজ্য হল-হরিয়ানা,রাজস্থান,কেরল,কর্নাটক এবং পঞ্জাব।
সভাপতি আদিল সুমারিওয়ালা জানিয়েছেন, গ্রাসরুট পর্যায়ে নজর দেওয়া হবে আরও বেশি করে।আঞ্চলিক পর্যায়ে আরও নুতন টুর্নামেন্ট চালু করা হবে।
Athletics Federation of India family observed a moment of silence in rememberence of all the friends- Gehlot ji, Jadam ji, Milkha Singh ji, Sacheti ji & many more who left us in last one year due to #COVID19
AFI Executive Council Meeting 12-13 Sep. 2021 in #Jaipur pic.twitter.com/0GSOGW5jad
— Athletics Federation of India (@afiindia) September 12, 2021
রিপোর্ট পেশ:
টোকিয়োতে অ্যাথলিটদের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনায় উঠে এসেছে, নীরজ চোপড়া ছাড়া জ্যাভলিন থ্রোতে বাকিদের ফল আশাপ্রদ নয়। শিবপাল এবং রানী হতাশ করেছেন। ভানোতের মতে, পুরুষদের ৪x৪০০ মিটার দৌড়ে নুতন এশিয়ান রেকর্ড হলেও (৩:০০.২৫ সে:), এই দলের ২:৫৭.০০ – ২:৫৮.০০ সেকেন্ডে দৌড় শেষ করা উচিত ছিল। মেয়েরা ব্যর্থ। ডিসকাস থ্রোতে কমলপ্রীত কাউরের চেষ্টাকে অন্যভাবে দেখা হয়েছে। তিনি সেভাবে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে অভিজ্ঞতা বাড়াতে পারেননি।এটাই ছিল তাঁর প্রথম অলিম্পিক্স।লং জাম্পের এম শ্রীশংকরের জন্য বিদেশি কোচ আনানো হবে। এবারের অলিম্পিক্সে তাঁর কোচ ছিলেন নিজের বাবা এস মুরলী।
ছবি:সৌ-টুইটার