সবাই জানে, আপনি একজন খাঁটি বইপোকা৷ করোনাকালে গৃহবন্দি হয়ে আপনার বন্ধুবান্ধবের যখন পাগল-পাগল ভাব, তখন মুচকি হেসেছিলেন আপনি। বইয়ের পাতায় ঘন্টার পর ঘন্টা মুখ গোঁজার এমন সুবর্ণসুযোগ এই ব্যস্ত জীবনে বড় একটা মেলে না। প্রথম লকডাউনে তাই দিনে একটা নয়, অনেকটা ফেলুদার মতো সকালে একটা বই, আবার রাতে আর একটা। তা এত যখন বইপ্রীতি, তখন আপনার এই ভালবাসা অটুট রাখতে এই জিনিসগুলো কাছে না রাখলেই নয়! সেগুলো কী ? জেনে নিন-
মেটাল ফ্লোটিং বুকশেল্ফ
ছবি সৌজন্য: Amazon
বইয়ের কিছু অসামান্য সংগ্রহ আছে আপনার। আপনি মাটির মানুষ, তাই সেগুলো নিয়ে অহংকার করেন না ঠিকই, তবে গর্ববোধ হতে বাধ্যে। বিশেষ করে যখন আপনার বন্ধুবান্ধবদের অনেকেই এই বইয়ের টানেই আপনার বাড়ি আসেন। তাই এই মেটাল ফ্লোটিং বুকশেল্ফটি দারুণ কাজের। এদিক ওদিক বই না ছড়িয়ে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন আপনার বইপত্র। পাশাপাশি আপনার গৃহসজ্জায় নান্দনিক ছোঁয়া আনবে।
রিডিং ল্যাম্প
ছবি সৌজন্য: Amazon
বাড়ির বাইরে যেখানেই যান বা কারও সঙ্গে রুম শেয়ার করুন। সেই সব ক্ষেত্রে এই বিশেষ ধরনের রিডিং ল্যাম্প খুবই কাজের। বিশেষ করে এখন অত্যাধুনিক যেসব ল্যাম্পগুলো বেরিয়েছে সেগুলি সঙ্গে রাখতে পারেন। ফোকাসড লাইট, বুক হোল্ডারের ব্যবস্থা সমেত এই রিডিং ল্যাম্পগুলো খুবই কাজের। তাই বই পড়ার ক্ষেত্রেও বাড়তি সুবিধে হয়।
কিন্ডেল কেস কভার
ছবি সৌজন্য: Ebook Friendly
হাতে আঁকা এই কিন্ডেল কেস কভার দেখতে যেমন আকর্ষণীয়, ব্যবহারের ক্ষেত্রে ঠিক ততটাই সুবিধের। এই কিন্ডেল কেস কভারের পিছনে একটি ইলাস্টিকের ব্যান্ড থাকে। এই ব্যান্ডের সাহায্যে কিন্ডেল এক এক হাতে ধরেই পড়তে পারবেন। তাই এয়ারপোর্ট, মেট্রো স্টেশন যেখানেই আপনাকে অপেক্ষা করতে হলেই সময় নষ্ট না কের কিন্ডেল (ইবুক রিডার) ব্যবহার করেন। সেক্ষেত্রে এই কভার আপনার পড়ার ক্ষেত্রে আরও বাড়তি সুবিধে করে দেবে।
স্টেনলেস স্টিলের তৈরি বুকমার্ক
ছবি সৌজন্য: Amazon
বিশেষ ভাবে স্টিলের তৈরি এই বুকমার্কগুলি দারুণ সুন্দর। এতে জং পড়ে না, আবার বিভিন্ন রকমের ডিজাইনের তৈরি এই বুকমার্কগুলি দেখতেও দারুণ। বইপ্রেমিদের স্টাইল স্টেমেন্ট হিসেবেও এটা কিন্তু দারুণ। নিজের জন্য তো বটেই আপনার বইপ্রেমী বন্ধুকে উপহার হিসেবেও দিতে পারেন এই বুকমার্ক।