‘বাহুবলী’ খ্যাত পরিচালক এস এস রাজামৌলির ছবিতে যে মহেশবাবু অভিনয় করবেন সেই খবর জানা গিয়েছে বেশ কয়েকমাস আগেই।এস এস-এর সঙ্গে কাজ করা জন্য বলিউডে ডেবিউ করার সুযোগও হাসিমুখে ছেড়ে দিয়েছেন দক্ষিণী সুপারস্টার।ছবির নাম ঠিক না হলেও শোনা যাচ্ছে আগামী বছরের জানুয়ারি মাসেই এস এস রাজামৌলির ছবির শ্যুটিং শুরু করবেন মহেশবাবু।পরিচালকের ঘনিষ্ঠ সূত্রে খবর,রাজামৌলির ড্রিম প্রজেক্ট ‘ট্রিপল আর’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে।এখনও মুক্তির দিন নিয়ে কোন সিদ্ধান্ত না নেওয়া হলেও চলতি বছরেই যে ছবি মুক্তি পাবে,এমনটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে।
আরও পড়ুন – ‘রামায়ণ’-এ নেই মহেশবাবু
যতদিন না ‘ট্রিপল আর’ মুক্তি পাচ্ছে ততক্ষণ নেক্সট প্রজেক্ট নিয়ে ভাবনা চিন্তা করতেই নারাজ এস এস রাজামৌলি। তাঁর এক ঘনিষ্ঠ জানিয়েছেন,বর্তমানে ‘ট্রিপল আর’ নিয়ে দারুণ ইমোশনাল হয়ে পড়েছেন পরিচালক।এস এস রাজামৌলির কাছে এই ছবি কন্যা সন্তানসম।যতক্ষণ না বিয়ে দিয়ে তাঁকে বিদায় করতে পারছেন ততক্ষণ শান্তি পাচ্ছেন না রাজামৌলি।ছবি মুক্তি পাওয়ার পর একটা বড় ছুটি নেবেন বাহুবলীর পরিচালক।তারপর ফিরেই মহেশবাবুকে নিয়ে পরের ছবির কাজ শুরু করে দেবেন পরিচালক।
আরও পড়ুন – পিছোল ‘ট্রিপল আর’-এর মুক্তি