কলকাতা: নির্বাচন-উপনির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলায় আগামী ৬ মাস শুনানির কোনও প্রয়োজন নেই। নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভায় নির্বাচন ছাড়াও বাকি পাঁচটি বিধানসভায় উপনির্বাচন নিয়ে করা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ, এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কোনওরকম হস্তক্ষেপ করবে না।
প্রধান বিচারপতি সোমবার জানান, মামলাটি ইমম্যাচিওর, তাই এখনই শুনানির কোনও প্রয়োজন নেই। কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশন রাজ্যের দুটি বিধানসভা নির্বাচন এবং ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন ভবানীপুরে। সেদিন সাধারণ নির্বাচন হবে মুর্শিদাবাদে জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও। সংযুক্ত মোর্চার প্রার্থীদের মৃত্যুর কারণে ওই দুটি কেন্দ্রে ভোট স্থগিত হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: আউসগ্রামে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় ধৃত দলেরই তিন কর্মী
সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখেই আদালত এই মুহূর্তে এই জনস্বার্থ মামলায় কোনওরকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে হাইকোর্ট। মামলাকারীর রমাপ্রসাদ সরকারকে আগামী ৬ মাস অপেক্ষা করতে হবে। নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের।