বেঙ্গালুরু: বিজেপি টাকা ছড়িয়ে অন্য দল থেকে নেতা কিনছে এই অভিযোগ বিজেপির বিরুদ্ধে বার বার উঠেছে। এই নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। এবার সে কথা স্বীকার করে নিলেন খোদ বিজেপি নেতা।
বিজেপিতে যোগ দেওয়ার জন্য টাকা অফার করা হয়েছিল তাঁকে। অভিযোগ আনলেন কর্ণাটকের বিজেপি বিধায়ক শ্রীমন্ত পাতিল। পরে তাঁর অবশ্য দাবি, তিনি একজন স্বেচ্ছাসেবক হিসেবেই দলে যোগদান করেছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসায় অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব।
I joined BJP without taking money. I was asked how much money I wanted but I refused &asked for minister's post to serve people. I don't know why I wasn't made a minister in this govt but I've been promised ministerial berth in next expansion: Karnataka MLA Shrimant Patil (11.09) pic.twitter.com/q28p3lzPts
— ANI (@ANI) September 13, 2021
বিজেপিতে আসার আগে তিনি ছিলেন কংগ্রেসে। কর্ণাটকের বিজেপি বিধায়ক জানান, দু’বছর আগে তিনি কংগ্রেসে থাকার সময় তাঁকে টাকার অফার করেন বিজেপি নেতারা। সেসময় তাঁকে বলা হয়েছিল কংগ্রেস ছাড়তে তিনি কত টাকা নেবেন? কিন্তু তিনি নাকি এক পয়সাও না নিয়ে দল ছেড়েছিলেন।
২০১৯ সালে কংগ্রেস এবং জেডি এই দুই দল থেকে ১৬ জন নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। এর ফলে এইচডি কুমারস্বামী নেতৃত্বাধীন জোট সরকারের পতন হয়। দলত্যাগীদের মধ্যে ছিলেন শ্রীমন্ত পাতিলও। পরবর্তীতে কর্ণাটকে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার ক্যাবিনেটে মন্ত্রী হন এই পাতিল।
আরও পড়ুন: Gujarat: আজ গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল, থাকছেন শাহ
Former Minister Shrimant Patil said he was offered huge money when he switched to BJP from Cong(via op lotus) but he demanded a good position in govt. @XpressBengaluru @santwana99 @ramupatil_TNIE @JarkiholiSatish @BSYBJP @nalinkateel @AmitShah @BSBommai @GovindKarjol @CTRavi_BJP pic.twitter.com/kAcPGMIJHi
— Naushad Bijapur (@naushadbijapur) September 11, 2021
পাতিলের এই মন্তব্য প্রকাশিত হওয়ার পরই রাজ্যরাজনীতিতে তোলপাড় পড়ে যায়। চাপের মুখে পড়ে শ্রীমন্ত জানান, তাঁর কথার ভুল ব্যাখ্যা হচ্ছে। তিনি সেচ্ছাসেবক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এই ঘটনায় বিজেপিকে একহাত নিয়েছেন কর্ণাটকের কংগ্রেস নেতা ডি.কে শ্রীবকুমার। তিনি জানিয়েছেন, শ্রীমন্ত পাতিল সত্যি কথা বলেছেন। বিজেপি যে টাকা ছড়িয়ে নেতা কিনছে তা প্রমাণিত। এইভাবে সত্যি সামনে আনার জন্য তাঁকে অনেক ধন্যবাদ।
আরও পড়ুন: আগেও বাংলার রাস্তার ছবি দেখিয়ে নির্বাচনী প্রচার করেছে বিজেপি