ধূপগুড়ি : বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। তার জেরে স্বামীর সঙ্গে বচসা। কিন্তু স্ত্রীর বাবা বচসা থামাতে গেলে শুরু হয় মারামারি। যার ফলে জখম হয়েছেন ৩ জন।
রবিবার রাতে ঘটনাটি ঘটে ধূপগুড়ি পুর এলাকার ২ নম্বর ওয়ার্ডের রায়পাড়ায়। ওই এলাকার বাসিন্দা অরবিন্দ রায়ের ছেলে তাপস রায়ের সঙ্গে ৮ বছর আগে বিয়ে হয় পাশের গ্রাম সাকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাদিন্দা বিমল রায়ের মেয়ে রুপু রায়ের। তাঁদের দুটি সন্তান আছে। কিন্তু স্ত্রী রুপু বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়েছে বলে জানতে পারেন তাপস। মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিপ্লব ঘোষ নামে এক যুবক তাঁর স্ত্রীর গোপন প্রেমিক, এমনটাই অভিযোগ জানান তাপস।
আরও পড়ুন : স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের জের, আত্মঘাতী স্ত্রী
আর এই নিয়ে তাপস ও রুপুর মধ্যে ঝামেলা শুরু হয়। রবিবার রাতে এই বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চরমে ওঠে। মেয়ের সংসারে ঝামেলার খবর পেয়ে বাবা বিমল রায় মেয়ের শ্বশুর বাড়িতে আসেন। তিনি সেখানে আসার পর বিবাদ কমার বদলে কয়েকগুণ বেড়ে যায়৷ জামাইয়ের মুখে মেয়ের বিবাহ বর্হিভুত সম্পর্কের অভিযোগ শুনে মেয়ের বাবা বিষয়টি পরিষ্কার করতে তাঁদের বাড়িতেই ডেকে নিয়ে আসেন বিপ্লব ঘোষ নামে ওই যুবককে। আর তারপরেই শুরু হয় ব্যাপক মারপিট। এই ঘটনায় তাপস রায় ও তাঁর বাবা অরবিন্দ রায়ের মাথা ফেটে যায়। পাল্টা মার খেয়ে বিপ্লব ঘোষের হাতের একাধিক জায়গায় ভেঙে যায়। দুই পরিবারের মারপিটে হকচকিয়ে যায় এলাকাবাসী। তাঁরাই পরিস্থিতি সামাল দিতে খবর দেয় ধূপগুড়ি থানার পুলিশকে। অভিযোগ, পুলিশ পৌঁছতেই সেখান থেকে পালিয়ে যায় মেয়ের বাবা বিমল রায়৷ পুলিশ এসে জখম অবস্থায় তিনজনকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনায় জখম দুই পক্ষের তরফেই ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।