মালদহ: প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার কালিয়াচক থানার সুজাপুরে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
প্লাস্টিকের কারখানা হওয়ার কারণেই দাউ দাউ করে জ্বলতে থাকে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে, কী থেকে এমন আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার সন্ধ্যে ৭ টা নাগাদ ওই কারখানায় আগুন লাগে। প্লাস্টিক কারখানা হওয়ার কারণে সহজেই ছড়িয়ে পড়ে আগুন। দমকল আসলেও আচমকা আগুনে এলাকার লোক জন আতঙ্কিত হয়ে পড়ে।
মালদহের প্লাস্টিক কারখানায় আগুন
আরও পড়ুন – উদ্বেগ বাড়িয়ে চিনের মাটিতে ফের বাড়ছে করোনা
আগুন লাগার পরের ছবি
আরও পড়ুন – ‘ঠিকঠাক হয়নি সেলাই’, প্রসূতির মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার বোলপুর মহকুমা হাসপাতালে
বেশ কিছুক্ষণের চেষ্টার পর মালদহের সুজাপুরে প্ল্যাসটিক কারখানার আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। তবে, আগুন নিয়ন্ত্রণে আসলেও কারখানাটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।
কারখানার মালিক মুকান্দার সেখ পলাতক। দমকল বিভাগ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে। কারখানাটিতে কোনো অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। দমকলের প্রথমিক অনুমান বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। হতাহতের কোনো খবর নেই।