নয়াদিল্লি: আলিবানের দখলে চলে গিয়েছে আফগানিস্তান। যার পিছনে পাকিস্তানের বড় ভূমিকা রয়েছে বলে শোনা যাচ্ছে। ভারতের মোকাবিলা করতেই তালিবানের উত্থানে সাহায্য করেছে পাকিস্তান। এই তত্ত্বও সামনে এসেছে। এই অবস্থায় তালিবানের মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করল ভারত।
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের বিবাদ দীর্ঘদিনের। তালিবানের সাহায্য নিয়ে পাকিস্তান কাশ্মীর দখলে সচেষ্ট হতে পারে। এই আশঙ্কা তৈরি হয়েছিল আগেই। পাকিস্তানের বেশ কিছু রাজনীতিবিদের গলাতেও সেই সুর শোনা গিয়েছিল। যদিও তালিবান মুখপাত্র সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট করে দিয়েছেন যে ভারত-পাক বিবাদে নাক গলাবে না নয়া আফগানিস্তান।
আরও পড়ুন- ভাঙ্গন অব্যাহত হরিণঘাটায় , প্রায় দু’হাজার কর্মী সমর্থকের তৃণমূলে যোগদান
যদিও তালিবানকে বিশ্বাস করতে নারাজ নয়াদিল্লি। সেই কারণে তালিবদের মোকাবিলা করতে শুরু করে দিয়েছে ভারতীয় সেনা। স্থলসেনার সকল সদস্যদের এই বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তালিবানের যেমন প্রতিকূল পরিস্থিতে লড়াই করার প্রশিক্ষণ রয়েছে ঠিক সেই কায়দাতেই প্রশিক্ষণ শুরু করেছে ভারতীয় সেনা।
আরও পড়ুন- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে গভীর নিম্নচাপ
বর্ডার সিকিউরিটি ফোর্স, এসএসবি, সিআরপিএফ জওয়ানদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে জম্মু-কাশ্মীরের পুলিশকর্মীদেরকেও একই উপায়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে তালিবান কাশ্মীরের বিষয়ে ভারতের বিরুদ্ধে এগোতে শুরু করলে উপযুক্ত জবাব দেওয়া যায়। সংবাদ সংস্থা পিটিআই এই খবর প্রকাশ করেছে।