একের পর এক ছবিতে কাজ করছেন অঙ্কুশ। রাজা চন্দের আপকামিং ছবি ‘সেভিংস অ্যাকাউন্ট’-এ কাজ করছেন তিনি। এরই মধ্যে নতুন ছবির কথা জানালেন অভিনেতা। অঙ্কুশের নতুন ছবির নাম ‘এফ আই আর নাম্বার ৩৩৯/ ৭ /৬’। ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। সোশ্যল সাইটে ছবির পোস্টারের ছবি শেয়ার করেছেন অঙ্কুশ। খুব শিগগিরই সামনে আসবে ছবির ফার্স্ট লুক।
আরও পড়ুন : ওটিটিতে আসছে ‘বেলবটম’
ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, বনি সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী। কয়েকদিন ধরেই সোশ্যাল সাইটে পরম- ঋতাভরীর সমীকরণ রীতিমতো ট্রেন্ডিং। সেই সময়েই তাঁদের নতুন ছবির খবরে নড়েচড়ে বসেছেন দর্শক। ঋতা- পরমের সমীকরণের আসল উৎস কী তবে এই নতুন ছবিই? জল্পনা কিন্তু শুরু হয়ে গেছে এরই মধ্যে!
একই ছবিতে টলিউডের এই দুই নায়ক অঙ্কুশ- বনি সঙ্গে আবার পরমব্রত- ঋতাভরীর মতো অভিনেতা- অভিনেত্রী, একেনবাবুখ্যাত অনির্বাণ চক্রবর্তী- ‘এফ আই আর’-এর গল্প যে বেশ আকর্ষণীয় হতে চলেছে তা ছবির কাস্টিং দেখে বোঝা যাচ্ছে। খুব শিগগিরই ছবির ডিটেলস্ সামনে আসবে বলেই জানিয়েছেন অঙ্কুশ।
আরও পড়ুন : দশেরার সপ্তাহে ‘সর্দার উধম সিং’