শনিবার জানা গিয়েছে রোহিত শেট্টির ‘সার্কাস’ ছবিতে ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মীনাম্মা চরিত্রেই ধরা দেবেন অভিনেত্রী দীপিকা পাডুকোন।এরই মধ্যে বলিপাড়ায় জোর গুঞ্জন, এবার তৈরি হতে চলেছে অলিম্পিকে পদকজয়ী পিভি সিন্ধুর বায়োপিক।আর ছবিতে পিভি সিন্ধুর ভূমিকায় অভিনয় করবেন দীপিকা পাডুকোন।সদ্যই পিভি সিন্ধুর সঙ্গে সাক্ষাৎ সেরেছেন অভিনেত্রী, সঙ্গে ছিলেন রণভীর সিংও।দীপিকা নন,সেই সাক্ষাতের ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন রূপোলি পর্দার আলাউদ্দিন খিলজি।এরপরই জল্পনা শুরু হয়েছে,তবে কি পি ভি সিন্ধুর বায়োপিকে অভিনয় করতে চলেছেন দীপিকা পাডুকোন।
আরও পড়ুন – ‘সার্কাস’-এ কামাল করবেন মীনাম্মা
নায়িকা যে অভিনয়ের মতো ব্যাডমিন্টনটাও ভালো খেলতে জানেন একথা তো সকলেই জানেন।আর তা হবে নাই বা কেন।কারণ দীপিকার বাবা প্রকাশ পাডুকোন নিজেও একজন কিংবদন্তী ব্যাডমিন্টন প্লেয়ার।সেই কারণেই পি ভি সিন্ধুর বায়োপিকে যে কোন পরিচালকের পয়লা পসন্দ যে দীপিকায় হবেন এ আর নতুন কথা কি?
আরও পড়ুন – দীপিকার ধুন্ধুমার